বিষয়বস্তুতে চলুন

পাতা:কর্ণানন্দ.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় নির্যাস । ' ゆ)● বাঢ়িল অপার । বিক্রম করিয়া করে জলের সঞ্চার ॥ তবে কৃষ্ণ সকলের হরিলা বসন । নিৰ্ম্মল যমুনাজলে অঙ্গ নিরীক্ষণ ॥ কিবা সে সৌষ্ঠব অঙ্গ লাবণ্য তরঙ্গ । হৃদয়ে আনন্দ বাঢ়ে সুখের তরঙ্গ ॥ জলকেলি লীলা এই অগাধ অপার । জীব ক্ষুদ্রবুদ্ধি তাহ কি পাইবে পার ॥ ইহার বিস্তার ঐগোবিন্দলীলামৃতে । কবিরাজ গোসাঞি তাহা করিলা বেকতে ॥ আনন্দে অবশ রাধা অীপনা পাশরে । খলিয়া পড়িল তাতে নাসার বেশরে ॥ লীলা সমাধিয়া সবে তীরেতে উঠিল । সেবাপর সখীগণ আনন্দ হইলা ॥ যার যেই বস্ত্রীলঙ্কার সবে পরাইয়া । অঙ্গশোভা নিরীখয়ে অনিন্দিত হইয়া ॥ তবে ধনি স্থধামুখী সখীগণ লইয়া । কৃষ্ণসঙ্গে কুঞ্জগৃহে প্রবেশিলা গিয়া ॥ বৃন্দাকৃত ভক্ষ্য যত আনিল তখন । সামগ্ৰী দেখিয়! সবার আনন্দিত মন ॥ নানাজাতি ফল তাহা করিয়া রচন।। ভক্ষ্যের সামগ্রী দেখি আনন্দে নিমগ্ন ॥ কত প্রকার মিষ্টান্ন আর বিবিধ ব্যঞ্জন । অস্বিাদয়ে তাহt ফুহে আনন্দে মগন ॥ সেবাপরা সখীগণ সেবা সে করয় । যার যেই সেবা তাহা সবেই রচয় ॥ দেখি সখীগণ কুহার অঙ্গের মাধুরী ৷ রূপ নিরখিয়া সবে আপনা পাশরি ॥ কিবা সে লাবণ্যসার নিরমিল বিধি । কি মাধুর্য্য স্বধাসিন্ধু রূপের অবধি ॥ কিবা দিয়া দিব ভাই রূপের উপমা । মাধুর্য্য অবধি কিবা অঙ্গের সুষম । উপমা দিবারে চাহি নাহিক উপমা । যাহার শ্ৰীঅঙ্গশোভা তাহার তুলনা ৷ অমৃতের সার বিধি তাহাতে ছানিয়া । কোটিচন্দ্র মুখশোভা ফেলয়ে নিছিয়া ॥ তবে রাধা মুখচন্দ্র করি নিরীক্ষণ। নাসা শুন্য দেখি ( ; )