বিষয়বস্তুতে চলুন

পাতা:কর্ণানন্দ.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*8 কর্ণানন্দ । রাগামুগাভক্তি এই সৰ্ব্বসাধ্য সার । সম্যক্ কহিতে শক্তি নাহিক আমার ॥ কিছু মাত্র কহি তাহ শুন দিয়া মন । রাগামুগা ভক্তি-লক্ষণ শুনহ রাজন ॥ শ্রবণ কীৰ্ত্তনাদি ভক্তি বৈধী লিখিল । রাগানুগ ভক্তি মধ্যে তাহাতে স্থাপিল ॥ গোস্বামিলিখন এই অতি স্থনিশ্চয় । বৈধভক্তি হইয়া যাতে রাগভক্তি হয় । শ্রবণ কীৰ্ত্তনের ইহা মহিমা শুনিয়া । যাজন করয়ে যেবা শাস্ত্ৰ-আজ্ঞা লৈয় ॥ এই হেতু বৈধভক্তি গোস্বামিলিখন । যেহেতু রাগাঙ্গ হয় তাহা কহি শুন । শ্রেবণ কীৰ্ত্তন বিন রাগভক্তি নয়। তাহার কারণ কহি করিয়া নিশ্চয় ॥ অন্যের অদ্ভুক্‌ কাজ রাধা ঠাকুরাণী । মাধুর্য্য অবধি ঘিহে গুণরত্ন খনি ॥ সর্বপুজ্য সর্বশ্রেষ্ঠ সবার আরাধ্য। র্যtহার সৌন্দৰ্য্যাদি কৃষ্ণের নহে বেদ্য। তিহে যদি কৃষ্ণ নাম শুনে অচম্বিতে । শুনিবা মাত্রেতে ধনি লাগিল কঁাপিতে । বৈবশ্য দশা ধনির হৈল আচম্বিতে । নানা ভাব তরঙ্গ তাহ কে পারে কহিতে ॥ সৰ্ব্বপূজ্য। সর্বশ্রেষ্ঠা আর সর্বারাধ্য। যাহার সদ্‌গুণ গণের কৃষ্ণ নহে বেদ ॥ সৰ্ব্বাঙ্গে পুলক হৈল বিবশিত অঙ্গ। আর তাহে কত উঠে ভাবের তরঙ্গ ॥ সৰ্ব্বাঙ্গ ব্যাপৃত ভাব কহিতে কি পারি। ভাব হাব আদি যত সাত্ত্বিক ব্যভিচারি ॥ ভাবের তরঙ্গে দেহ নাহি হয় স্থির। শুনিতেই কৃষ্ণ নাম হয়েন অস্থির ॥ বহুমুখ ইচ্ছে যিহে কৃষ্ণ নাম লিতে। অৰ্ব্ব দাৰ্ব্ব দ্ৰ কৰ্ণ ইচ্ছে যে নাম শুনিতে ॥ উন্মাদিয়া নামের গুণ কে পারে কহিতে । অচেতনে চেতন যিহে পারেন কহিতে ॥ কৃষ্ণনাম চেতনেরে করে অচেতন । সৰ্ব্বেন্দ্রিয় আকর্ষয়ে হেন নামের গুণ ॥ হেন