বিষয়বস্তুতে চলুন

পাতা:কর্ণানন্দ.djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্গ নির্যাস । aసి রেবরোধলি বেতলীতরুতলে চেতঃ সমুৎকণ্ঠতে ॥ নৃত্য মধ্যে এই শ্লোক পড়ে বার বার। স্বরূপ বিন অর্থ কেহে ন বুঝে ইহার ॥ দৈবে নীলাচলে আইল। স্ত্রীরূপ গোসাঞি । শ্লোক শুনি অভিপ্রায় করিল। তখাই ॥ ঐ রূপ জানিল প্রভুর ভাব গঢ়িতর । শ্লোক লিখিলেন প্রভুর জানিয়া অন্তর ॥ শুন পূৰ্ব্বে দেখ ছুহে কৌমারের কালে । বেতসীর বনে লীলা কৈল কুতুহলে। দৈব সংযোগে দুহার বিবাহ হইল। বিবাহ হইতে সেই সুখ ন জম্মিল ॥ বিবাহ হইলে পুন দু হার হইল মিলন। পূৰ্ব্ববৎ স্থখ তাতে নহে অস্বিদন ॥ পূর্বে পরকীয় দু হার ভাব বিশেষে । অতএব শ্লোকে প্রভুর হয়েত অীবেশে ॥ মহাপ্রভুর অন্তর কথা কেহো নাহি জানে। শ্রীরূপ গোস্বামী জানি কৈল। প্রকাসনে ॥ তথাহি চৈতন্যচরিতামৃতে মধ্যখণ্ডে ১ পরিচ্ছেদে ঐীরূপকৃতশ্লোক ॥ প্রিয়ঃ সোহয়ং কৃষ্ণঃ সহচরি কুরুক্ষেত্রমিলিতস্তথাহং স রাধা তদিদমুভয়েtঃ সঙ্গমস্থখং ! তথtপ্যন্ত:খেলন্মধুরীপঞ্চমজুযে মনোমে কালিন্দীপুলিনবিপিনীয় স্পৃহয়তি ॥ সেই তুমি সেই আমি যে নবসঙ্গম । তথাপি আমর মন হরে বৃন্দাবন ॥ বৃন্দাবনে তোম। লৈয়। যে সুখ আস্বাদন । সে সুখ মাধুর্য্যের ইহ নাহি এক কণ ॥ সেই রাধ। সেই কৃষ্ণ সেই বৃন্দাবন । অচিরে মিলন হেতু বাঞ্ছা অনুক্ষণ ॥ বৃন্দাবন বিনা নহে পরকীয়া ভাব। অন্যত্র সঙ্গ হৈলে নহে সেই