পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১০৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯৯৬ কলিকাতা সেকালের ও একালের । , সাহায্য করিবার জন্য জেনারেল ক্লেভারিং, কর্ণেল মন্‌সন ও लिनिनशन्नन ও’বারওয়েল নামে চারিজন অতিরিক্ত সভ্য কাউন্সিলের সদস্যরূপে নিযুক্ত হন। ইহা ব্যতীত, কলিকাতা সুপ্রীমকোর্টের বিচার-পদ্ধতি সুসংস্কৃত . করিবার জন্ত, সার ইলাইজ ইম্পে প্রধান বিচারপতি এবং হাইড, লিমষ্ট্রের ও চেম্বাস নামক আর তিনজন আইনজ্ঞ ব্যক্তি সরকারী বিচারকরূপে নিযুক্ত হন। প্রধান বিচারপতি ইম্পে, গভর্ণর জেনারেল হেষ্টিংসের সহপাঠী ও বিশেষ বন্ধু ছিলেন । - ১৭৭৪ খ্ৰীষ্টাব্দের অক্টোবর মাসে যখন এই সকল নব-নিযুক্ত কৰ্ম্মচারী চাদপাল ঘাটে আসিয়া উপস্থিত হইলেন, তখন র্তাহাদিগের সম্মান্যর্থ ফোর্ট উইলিয়ম দুর্গপ্রাকার হইতে ২৭টা তোপধ্বনি হইল বটে, কিন্তু তাহাদিগের অভ্যর্থনার জন্ত কয়েকজন সামান্ত মাত্র কৰ্ম্মচারী ঘাটে উপস্থিত ছিলেন । হেষ্টিংসের এই অহঙ্কার-পূর্ণ ব্যবহারে, তাহার সমান ক্ষমতাবিশিষ্ট নবাগত সদস্যবর্গ অত্যন্ত ক্ষুণ্ণ হইলেন । যাহা হউক, র্তাহারা ইহার পর সভায় হেষ্টিংসের কৃতকৰ্ম্মের স্তায়ান্তায় সম্বন্ধে আলোচনা করিতে লাগিলেন এবং এই ব্যাপারে অনেকটা নিরপেক্ষতার পরিচয় প্রদান করিতে লাগিলেন । এই সময়ে দেওয়ান গঙ্গাগোবিন্দ সিংহ, রাজা দেবীসিংহ, কৃষ্ণকান্ত ননী, মিঃ গুড ল্যাড, মুক্তিপ্রাপ্ত রেজা খ ও মহারাজা নবকৃষ্ণ প্রভৃতি হেষ্টিংসের অতুচরগণ কর্তৃক জমাদার ও প্রজাবৰ্গ বড়ই ব্যতিব্যস্ত হইয়া পড়িয়াছিলেন । অবশেষে তাহারা প্রতীকারের আশায় নন্দকুমারের শরণাপন্ন হইলেন। একেই ত নন্দকুমারের উপর হেষ্টিংস প্রথম হইতেই বিরূপ ছিলেন, ইহার উপর আবার এক্ষণে র্তাহাকে তাহার নিজের বিরুদ্ধে চক্রান্তকারী বলিয়৷ ধারণা জন্মিল! שא এ দিকে কাউন্সিলের সভ্যগণের সহিত নন্দকুমারের পরিচয় হইল। তাহারা নন্দকুমারের সম্যক পরিচয় পাইয়া, তাহাকেই হেষ্টিংসের অবিচার ও অত্যাচারের বিবরণ সংগ্রহের ভারগ্রহণ করিতে অনুরোধ করিলেন। নন্দকুমারও ইদানীং হেষ্টিংসের ব্যবহারে মৰ্ম্মাহত হুইয়া পড়িয়াছিলেন, সুতরাং তিনি এই প্রস্তাবিত ভার গ্রহণ করিতে সহজেই স্বীকৃত হইলেন। ইহার পর তিনি হেষ্টিংসের বিরুদ্ধে সমস্ত অভিযোগ-একত্র করির এক আবেদন-পত্র প্রস্তুত করিলেন এবং তাহা কাউন্সিলের সদস্য মিঃ ফ্লান্সিসের হন্তে প্রদান করিলেন। এই সময়ে হেষ্টিংসের বিরুদ্ধমতাবলম্বী মি: ফ্রান্সিলের সহিত নন্দকুমারের বিশেষ সৌহার্দ্য হইতে দেখিয়া, হেষ্টিংস