পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১০৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫి-థి ? কলিকাতা সেকালের ও একালের । हब । তৎপরে ইটালি দেশে গমন করেন। এখানকার রাজদরবারেও তিনি যথেষ্ট আদর-আপ্যায়ন লাভ করিয়াছিলেন। ফ্রান্সের অধিপতির গৃহেও তিনি এইবারে পনর দিন, সন্মানিত বিদেশীয় অতিথিরূপে পূজিত হইয়াছিলেন। ১৮৪৬ খৃঃ অবো, জুনমাসে বিলাতে তিনি সাংঘাতিকরূপে পীড়িত হইয়া পড়েন দ’ এই পীড়াতেই তাহার দেহান্ত হয়। বিলাতের "কেনলাল-গ্রীন” নামক গির্জাক্ষেত্রে দ্বারকানাথের সমাধি হইয়াছিল। র্তাহার সঙ্গাধির সময় ভারতেশ্বরী চারিজন অশ্বারোহী সৈনিক পাঠাইয়া দেন । দ্বারকানাথের শবাধারে ইংরাজী ও বাঙ্গলাভাষায়, রূপার পাতে—“বাৰু দ্বারকানাথ ঠাকুর কলিকাতার জমীদার - ৫২ বৎসর বয়সে–১৮৪৬ খৃঃ অক্সের ১লা আগষ্ট মৃত্যু” এই কয়েকট কথা লেখা ছিল। দ্বারকানাথের মৃত্যুসংবাদ এদেশে পৌছিলে, একটা হুলস্থূল, পড়িয়৷ যায়। তৎকালীন ছোটলাট স্যর জন পিটার গ্রান্টের নেতৃত্বাধীনে, টাউনহলে এ জন্ত এক শোক সভার অনুষ্ঠান হইয়াছিল । দ্বারকানাথের ন্যায় সৰ্ব্বরিষয়ে প্রতিভাশালী বাঙ্গালী খুব কমই জন্মিয়াছেন। স্বারকানাথের তিন পুত্ৰ—দেবেন্দ্রনাথ গিরীন্দ্রনাথ ও নগেন্দ্রনাথ । দেবেন্দ্রনাথ ঠাকুর, সৰ্ব্বজন-বিদিত ও মহর্ষি” দেবেন্দ্রনাথ ঠাকুর বলিয়া সৰ্ব্ব সাধারণে সন্মানিত। ধৰ্ম্মময় পবিত্র জীবন ও আজীবন ধৰ্ম্মালোচনার জন্ত, বঙ্গসমাজে ইনি “মহর্যি দেবেন্দ্রনাথ” বলিয়া পরিচিত ছিলেন। দেবেন্দ্রনাথ ঠাকুরের জীবনব্যাপী চেষ্টায়,—আদি ব্রাহ্মসমাজের শক্তি মুদৃঢ় হয়। সাধারণ হিতকর কার্য্যে কঁহার চিরদিনই.উৎসাহ ছিল। র্তাহার পুত্ৰগণের মধ্যে, দ্বিজেন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ, জ্যোতিরিন্দ্রনাথ ও ডাক্তার রবীন্দ্রনাথ—সৰ্ব্বজনবিদিত । রবীন্দ্রনাথ সম্প্রতি র্তাহার কবিত্ব প্রতিষ্ঠায় পাশ্চাত্য জগতকে মুগ্ধ-করিয়া-সুপ্রসিদ্ধ “নোবেল-প্রাইজ" লাভ করিয়াছেন। ভারতের রাজ-প্রতিনিধি লর্ড হার্ডিঞ্জ, কীন্দ্র রবীন্দ্রনাথকে Poet Laureate of Asia afosi Taifa's of Hisārā of Torsi ইউনিভার্সিটাও উহাকে গৌরবান্বিত ডাক্তার উপাধি দান করিয়া সম্মানিত করিয়াছেন । ●