পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায়। - 어》 মাঝি নাই। এ সম্বন্ধে কোন কিছু সন্ধান জানিবারও উপায় নাই— কারণ নগরবাসীরা সকলই ভয়ে পলাইয়াছে। সেই জন্য শূন্য-স্থানে, এসব সন্ধান দেয় কে ? মানসিংহ এই সমস্যার অবস্থায় পড়িয়া বড়ই চিন্তান্বিত হইলেন । * কিন্তু প্রতাপের ধ্বংশ ও মানসিংহের বিজয়লাভ, বিধাতার বাঞ্ছনীয়। কাজেই, এই সময়ে ভবানন্দ আসিয়া, মানসিংহের সহিত গুপ্তভাবে সাক্ষাৎ করিয়া, তাহার সহায়তা করিতে প্রস্তুত হয়েন। মানসিংহ ভবানন্দের সহায়তায় নৌকা জোগাড় করিয়া নদী উত্তীর্ণ হইলেন। কিন্তু ইহার পর আবার এক নূতন বিপত্তি উপস্থিত হইল। সাতদিন ধরিয়া এমন ভয়ানক বৃষ্টি হইল-যে মানসিংহের সমভিব্যাহারী সেনাগণ ছিন্ন-বিচ্ছিন্ন হইবার মত হইল। আহার্য্যাভাবে তাতাদের জীবন বিপন্ন । ভবানন্দ এ বিপদ সময়ে প্রচুর রসদ জোগাইয়া, বিপন্ন মানসিংহ-সৈন্যের প্রাণরক্ষা করেন। ভবানন্দ-প্রতাপাদিত্যের সংসারে প্রতিপালিত, কিন্তু উtহার এই অন্যায় কার্য্যের জন্য, আজও তাহাকে কলঙ্ককালিমা বহন করিতে হইতেছে । সুচতুর মানসিংহ অতীত ঘটনাবলীর আলোচনা করিয়া বুঝিলেন, জলপথে সেনা লইয়! যাওয়া নিরাপদ নহে। তাহার পূর্ববৰ্ত্তী মোগল-সেনাপতিগণ, এই উপায় অবলম্বনে বাঙ্গলা হইতে পরাজয়ের কলঙ্ক কিনিয়া গয়াছেন। বিশেষত:—ফিরিঙ্গি-সেনাপতি রডার চালিত, প্রতাপের নৌবাহিনী অতি প্রবল শক্তিময়। তাহারা মুহূৰ্ত্তমধ্যে জলপথে মহাবিপদ বটাইতে পারে। এই ভাবিয়া মানসিংহ স্থলপথে যাওয়াই শ্রেয়ঃ বোধ করিলেন। তিনি সরাসর নূতন রাস্তা নিৰ্ম্মাণ করাইয়া—গ্রাম, নগর, জঙ্গল প্রাস্তুর অতিক্রম করিতে লাগিলেন । { সপ্তদিন ব্যাপী যে ঝড় বৃষ্টি হইয়াছিল, তাহতে প্রতাপেরও যথেষ্ট ক্ষতি হয়। তাহার অনেক সজ্জিত রণতরী বিপৰ্য্যন্ত হইয়া ভাঙ্গিয়া চুরিয়া যায়। এরূপ মহা বিপত্তি ঘটিলেও প্রতীপ নিরুৎসাহ হইলেন না । চারিদিকের S BB BBBBB BBBBBBB BBBBBS BBB DDD DDBBBBBS নিজগাম নির্গতশ্চ যত্র যত্রোবাস তন্মত্তস্মাৎ লোক। পলায়নযু চত্রির রাজনিশ্চ প্রয়োজন সাক্ষাদ্বভুবুঃ—ক্ষিতীশ বংশাবলীচরিতমূ- ।

  • শাস্ত্রী মহাশয় বলেন—এখনও মানসিংহকৃত এই সৈন্যাগমন পথের ভগ্নাবশেষ সুন্দরবন প্রদেশে দেখা যায়। ইহা "ার ভাল" বলিয়া বিখ্যাত । *