পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় * ব্যু। ઝે রাজা অতি শিশু । তাহার বয়স জাট বৎসরের বেশী বলিয়া বোধ হয় না । কিন্তু এই বালক-রাজ, তাহার বয়সের অপেক্ষাও সুচতুর এবং বুদ্ধিমান। রাজা-আমার পরম সমাদরে গ্রহণ করিলেন। তৎপরে, হাস্যমুখে প্রশ্ন করিলেন—“আপনি বাকল হইতে জার কোথায় যাইবেন ?” আমি বলিলাম—“আমি এখান হইতে সরাসর চণ্ডীখামে যাইব । সেখানে আপনার ভবিষ্যৎ শ্বশুর মহাশয়ের, দরবারে কিছু দিন থাকিব”। ফনসেকার এই কয়েকটা কথা হইতে প্রমাণ হয়, যে সেই সময়ে রামচন্দ্র রায়ের সহিত, প্রতাপকা—বিন্দুমতীর বিবাহের সম্বন্ধ হইতেছিল। তাহ না হইলে ফনসেক এরূপ কথা লিখিতেন না । ফনসেকা, ২৪ এ নভেম্বর চণ্ডীথানে উপস্থিত হন । ডমিনিক ডিং জোস নামক যে পাদরী, ফাৰ্ণাণ্ডেজের সহিত অবস্থান করিতেছিলেন, তিনিও তখন চওঁীখানে উপস্থিত। চওঁীথান বা যশোরেশ্বর রাজা প্রতাপাদিত্য, অতি সোঁজষ্ঠতার সহিত ফনসেকাকে গ্রহণ করেন । প্রতাপের সৌজন্তে মুগ্ধ হইয়া, ফন্‌সেকো একস্থলে বলিয়া গিয়াছেন—“এই হিন্দুরাজা যেরূপ সদাশয়তার সহিত আমার সহিত ব্যবহার করিয়াছেন, এরূপ সদ্ব্যবহার জামি কোন খৃষ্টান রাজার নিকট পাইতাম কি না সন্দেহ।” প্রতাপাদিত্য ফন সেকার প্রার্থনা মতে, তাহার রাজধানীতে, একটা ক্রিষ্টান—গির্জা নিৰ্ম্মাণের অনুমতি দেন। ইহাই বঙ্গদেশের সর্বপ্রথম— গির্জা। কিন্তু ফাৰ্ণাণ্ডেজ ও ফনসেকাকে বহুদিন ধরিয়া এ রাজামুগ্রহ ভোগ করিতে হয় নাই । ফাৰ্ণাণ্ডেজ ১৬০২ খৃঃ চট্টগ্রামে কারাবদ্ধ হন ও সেই ৷ কারাগারেই তাহার মৃত্যু হয়। রাজাদেশে তাহার একটা চক্ষু অন্ধ করিয়া দেওয়া হয়। ইহার পর; প্রতাপ পটুগীজ মিশনরীদিগকে তাহার রাজ্য হইতে দূরীভূত করিয়া দেন। কি করিয়া পটুগীজদের এই ভীষণ ভাগ্যবিপৰ্য্যয় ঘটিল, তাহা একটু আলোচনা করা উচিত। প্রতাপাদিত্য, কার্ভালোকে কেন হত্যা করিলেন,তাহ, নিম্নলিখিত ঘটনা হইতে প্রমাণ হয়। এ কার্ভালো বিক্রমপুরাধিপতি রাজা কেদার রায়ের | रिडब्रिछद्रयाकदब्रहब्रिड खदिङीब्रिटजद्रजाकदब्रनामाब्र जश्वान. उंशयमब्र भेडिहानिरू জীবনের প্রধান কীৰ্ত্তিস্তম্ভ। এই মহাত্মা বিভারিজের নিকট, এই দীন লেখক,অনেক উপকার ও অকৃত্রিম স্বেছলাভ করিয়াছেন।

  • After Fernandez had been killed at Chittagong in 16oz, the Jesuit priests went to Sondip and they soon left it and went with Carvalho, the Portuguese Commander to Chiandecan. The King of Ciandecan, promised to befriend them, but in fact, he was determined to

3 *