পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৩০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

≤ፃ8 কলিকাতা সেকালের ও একালের । হিথের অধীনে মাত্র তিনশত সেনা ছিল। তাহদের মধ্যে আৰh অৰ্দ্ধেক পটুগীজ-ফিরিঙ্গি। চট্টগ্রাম কোথায়, তাহার অবস্থা কিরূপ, tি তাহার কিছুই জানিতেন না। চট্টগ্রামে পৌছিয়া দেখিলেন—“সেস্থান দ্বাদশ সহস্ৰ মোগল-সেনা দ্বার স্বরক্ষিত।" অবস্থা দেখিয়া, হিথ স্বামী শাসন-কৰ্ত্তার সহিত পত্র ব্যবহার আরম্ভ করিলেন। তাহাতেও কোন ফল হইল না। আরাকানের রাজার সহিতও তাহদের গুপ্ত-পরামর্শ চলিল, তাহাতেও সুফল ফলিল না। র্তাহার সৈন্যগণের মধ্যে "ঞ্জি রোগ দেখা দিল। বিপত্তি দেখিয়া, হিথ তাহার সমগ্র বহরকে মাস্ত্রাঙ্ক অভিমুথে অগ্রসর হইতে আদেশ করিলেন।* চার্ণক, মান্দ্রাজে, আসিয়া দারুণ মৰ্ম্মবেদনায়, অনুশোচনায়, পনর মাম কাটাইলেন। সম্রাটের ও বঙ্গের সুবাদারের নিকট হইতে কোন সংবাদই আসিল না। কাপ্তেন হিথ চট্টগ্রাম দখলের খেয়ালে ও জেদে পড়িয়া প্রকারাস্তরে বঙ্গে ইংরাজের বাণিজ্য উচ্ছেদ করিয়া দিলেন। কিন্তু এই সময়ে বিধাতার রূপায়, ইংরাজদের পুনরায় সৌভাগ্যোদয় হইল। সে ঘটনাটি কি, তাহ পাঠকের শোনা উচিত। এই সময়ে সার জন চাইল্ড, স্বরাটের কুঠীর অধ্যক্ষ । চাইল্ড একজন তেজস্বী কৰ্ম্মচারী ছিলেন । সম্রাট ঔরঙ্গজেব তখনও দাক্ষিণাত্যে। रात्र ইংরাজের বাণিজ্য সমূলে উচ্ছেদ হইয়াছে—এ কথা শুনিয়া, চাইল্ড বড়ই মৰ্ম্মপীড়িত হইলেন । ইংরাজেরা এই সুরাটে, বাণিজ্য দ্বারা সম্রাটের রাজকোষের আয়বৃদ্ধি করিয়া দিয়াছেন । সে আয় বড় সহজ নয়। শিবাজীর সহিত যুদ্ধেও, ইংরাজের সম্রাটের তরফে বন্দরাদি রক্ষা করিয়া ঔরঙ্গজেবের উপকার সাধন করিয়াছেন। এই বিষয় লইয়া চাইল্ডের সহিত, সম্রাট ঔরঙ্গজেবের অনেক লেখাপড়া চলিল। কিন্তু সম্রাটের উদাসীন ভাব দেখিয়া, সার জন চাইল্ড শেষ বলিয়া পাঠাইলেন—“যীি সম্রাট আমাদের প্রার্থনায় মনোযোগ না দেন, তাহা হইলে আমরা স্বরাট হইতে বাণিজ্য উঠাইয়া লইব ও মক্কা-যাত্রীদিগের সমুদ্রগামী জাহাজগুীি লুঠ করিব।” ঔরঙ্গজেব গোড় মুসলমান সম্রাট । ইংরাজদিগকে তিনি তাহার নিজের রাজ্য মধ্যে দমনে রাখিতে পারেন, কিন্তু সমুদ্রপথে তাহার কো Captain W. Heath's short account to the President and Cou" at Fort St. George.