পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৩৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ অধ্যায় । Sa守 बई जभत्त्व তিনি বিলাতের ডিরেক্টরদের একখানি পত্র লেখেন। সে পত্রের মৰ্ম্মার্থ এই—“যদি আপনারা আমাকে স্থায়ীভাবে পাটনার কুঠীর অধ্যক্ষ পদে নিযুক্ত না করেন, তাহা হইলে আমি পদত্যাগ করিব।” বলা বাহুল্য, তাহার প্রভূ ডিরেক্টারেরা তাহার এ প্রস্তাবে সম্পূর্ণরূপে সম্মতিদান করেন । চার্ণকের চাকুরী জীবনের, প্রথম পাচ বৎসর পাটনাতেই কাটে । পাটনা তখন মুসলমান-প্রধান স্থান, মোগলের শাসন-কেন্দ্র । পাটনায় থাকিয়া, চার্ণক এ দেশীয় শাসনকৰ্ত্তাদের কার্য্য-প্রণালী বিশেষভাবে পর্যবেক্ষণ দ্বারা, এদেশের শাসননীতি সম্বন্ধে অভিজ্ঞতা সঞ্চয় করেন । পাটনার আশপাশ হইতে, সো র কিনিয়া তিনি মন্দ্রিীজে পাঠাইয়। BBB S BBBBS DBB gg BB BBBB BBBB BBB SSSS BBB মস্লীপত্তন হইতেই সোর প্রেরিত হইত। কিন্তু পাটনাই-সোরা, মসলিপত্তনের সোরা অপেক্ষ সৰ্ব্ব বিষয়ে শ্রেষ্ঠ ও সুলভ বলিয়। বিবেচিত হওয়ায়, কোম্পানীর ডিরেক্টরের চার্ণকের উপর বড়ই সন্তুষ্ট হন । সেরা তখন কোম্পানীর একটা লাভকর বাণিজ্য-দ্রব্য । এজন্য চার্ণকের উপর সন্তুষ্ট হুইয়। তাত বা তাঙ্গার বেতন মাসিক ছয়শত টাকা করিয়া দেন । ( ১৬৭১ ) ইহার পর ১৬৭৫ সালে ডিরেক্টারের চর্ণকের নির্দিষ্ট বেতনের উপর তিনশত টাক। পুরস্কার ব্যবস্থাও করেন । বিলাতের কর্তৃপক্ষদের এই অসীম অনুগ্রহ হইতে, চার্ণকের কার্য্যশক্তির বিশেষ পরিচয় পাওয়া যায় { ১৬৭৬ খৃঃ অব্দে কোম্পানীর প্রতিনিধিরূপে, চার্ণক—বিলাতের কর্তৃপক্ষীয়গণ কর্তৃক দিল্লী যাইতে আদিষ্ট হন । কিন্তু তিনি এদেশের শাসন-কৰ্ত্তাদের সহিত হাতে-কলমে কাজ করিয়া বুঝিয়াছিলেন, দিল্লীশ্বরের প্রাদেশিক শাসনকৰ্ত্তারাষ্ট সৰ্ব্বপ্রধান । কোথায় দিল্লী— আগর, আর কোথায় বঙ্গদেশ । দিল্লীর সম্রাট—ইংরাজদিগের বাণিজ্যসৌকর্য্যার্থে, যে সমস্ত ফরমান ছাড় ও আদেশ-পত্র দিতেন, উৎকোচ গ্রহণে সিদ্ধহস্ত, রাজকৰ্ম্মচারীগণ—সে সব স্বত্ব আমলেই আনিত না । তাহীদের চিরদিনই এক কথা—“টাক চাই,-সেলামী চাই,--নজরান চাই। বাদসার ভরসা বড় করিও না, এই দূরদেশে আমরাই বাদমাহ ।” চার্ণক এদেশীয় শাসনকৰ্ত্তাদের হাল জানিতেন বলিয়াই---দিল্লী যাইতে স্বীকৃত হন নাই। “ সাহজাহানের আমলে—ত{হার হুকুম-পত্র রদ