পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৩৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩88 কলিকাতা সেকালের ও একালের। রহিম-সা সেই রাত্রিতেই গঙ্গা পার হইয়া, বৰ্দ্ধমানের দিকে পলায়ন দি। সম্রাটসৈন্ত বৰ্দ্ধমান পৰ্য্যস্ত বিদ্রোহীদলের পশ্চাদ্ধাবন করিয়া, তাহদের «e মান হইতে তাড়াইয়া দিল এবং পুনরায় সেই ছত্রভঙ্গ পাঠান-সেনার আয়সরণ করিতে লাগিল। y o এই সময়ে ঘটনাস্রোত সহসা অন্যদিকে পরিবর্তিত হইল। সম্রাট ঔরঙ্গজেব, তাহার পৌত্র সাহজাদা আলীগহর আজিমওখানকে মুক্ত-খচিত তরবারিসহ, বিশেষ খেলাত, উন্নত মনসব, ও মাহিখেতাব দিয়া বাঙ্গলা ও বিহারের সুবাদার পদে নিযুক্ত করিয়াছিলেন । ইব্রাহিম খাঁ এই নিয়োরে স্ববাদারীপদ হইতে বরতরফ হইলেন । আজিমওখান, স্বীয় পুত্র করিমউদিন ও মহম্মদ ফরকৃলিয়রকে সঙ্গে লইয়া, দক্ষিণাপথ হইতে বঙ্গদেশাভিমুখে গমন করেন। বাদসাহ পৌত্র, এলাহাবাদ ও আউধের ( অযোধ্যা ) পথ অনলম্বন করিয়া, অবিলম্বে বঙ্গদেশে যাত্রা করিলেন । * তাহার সহিত স্বাদশ সহস্ৰ অশ্বারোহী সেনা ছিল। এলাহাবাদে পৌঁছিয়াই, সাহাজাদা অযোধ্যা ও বেনারস বিভাগের শাসন-কর্তাদের আদেশ করিয়া **ान-“आमि বঙ্গদেশে বিদ্রোহদমনে যাইতেছি, আপনার আদেশ প্রাপ্তিমাত্র আমার সহিত সসৈন্তে যোগদান করিবেন।” বেনারস ও বেহার প্রদেশের জমাদার ও জায়গীরদারদের উপরও এইরূপ আদেশ জারী হইল। পাটনায় পৌছিবার পর, সাহাজাদ। আজিমওখান, জবরদস্ত খণর বিজয়কাহিনী অবগত হইলেন । দুরাকান্থ-রাজকুমার দেখিলেন—তিনি নিজে যে জয়মাল্য সুশোভিত হইয়া গৌরবান্বিত হইতে পারিতেন, পিতামহ সম্রাট ঔরঙ্গজেবের নিকট যশোভাজন হইতে পারিতেন, তাহা জবরদস্ত খার ভোগ্য হইতেছে। সাহােজাদা আত্মস্বার্থ ও সন্ত্রমরক্ষার্থে—জবরদস্ত থাকে নিষেধ করিয়া পাঠান—“আমি বৰ্দ্ধমানে না পৌঁছান পৰ্য্যস্ত, আপনি যুদ্ধাদি ব্যাপারে ক্ষঙ্গি থাকিবেন।” - জবরদস্ত থ’। একজন বিচক্ষণ সেনাপতি ছিলেন। তিনি সম্রাট-পৌত্রের এ আদেশের অর্থ বুঝিয়া, বিদ্রোহদমন ব্যাপারে নিশ্চেষ্টভাব ধারণ করিলেন। সাহাঙ্গাদা মুঙ্গের হইতে রাজমহল ও রাজমহল হইতে বদ্ধমানের দিকে যাত্রা করিলেন.। সম্রাট-পৌত্ৰ বৰ্দ্ধমানের সন্নিকটস্থ হইলে, জবরদস্ত থ7

  • রিয়াজ-উস-সালাতিন —২১৯ (রামপ্রাণ বাবুর অনুবাদ )