পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৩৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রয়োদশ অধ্যায় । S86: nসন্তে বহুদূর প্রত্যুদগমন করিয়া, তাহাকে সম্মান প্রদর্শনের জন্ত অগ্রসর gন। রাজশিবিরে উপস্থিত হইয়া, পদোচিত মৰ্য্যাদার সহিত সন্মানিত না হওয়ায়, তিনি পদত্যগ করিবার বাসনা প্রকাশ করেন। বলা বাহুল্য, সুলতান আজিমওখান তাহার এ প্রার্থনা পূরণে কোনরূপ আপত্তি করিলেন a। র্তাহার মনের উদ্দেশ্যই এই, যে কোন উপায়ে জবরদস্ত থাকে বাঙ্গাল। হইতে বিদূরিত করিতে পারিলেই, এই বিদ্রোহ দমনের সমস্ত যশোলাভ প্তাহারই হইবে। পিতার সহিত জবরদস্ত খণ, দক্ষিণাত্যে সম্রাটের নিকট রলিয় গেলেন । ইহাতে আজিমওশ্বানেরই ক্ষতি হইল। কারণ জবরদস্ত *ার অধীনে যে আট হাজার সেনা ছিল—বাঙ্গলা ত্যাগ করিবার সময় তিনি তাহীদের সঙ্গে লইয়া গেলেন । জবরদস্ত খণর.ভয়ে, রহিম-স আত্মগোপন করিয়া এখানে সেখানে পরাষ্ট্র বেড়াইতেছিল। জবরদস্ত খণ বঙ্গদেশ ত্যাগ করিয়াছেন শুনিয়া, সে আবার তাহার আশ্রয়স্থান হইতে বাহির হইয়৷ হুগলী, বৰ্দ্ধমান, নদীয়া αεί5 aάτι পুনরায় উৎপাত আরম্ভ করিল ও সেই সকল স্থান, তাহার লুণ্ঠন-অত্যাচার দ্বারা— জনশূন্য হওয়ায়, সর্প, পশু, পেচকের নির্জন আবাস স্থানরূপে পরিণত হইল * 靜 জবরদস্ত খণকে বিদায় করিয়া, সুলতান আজিমওশ্বান স্বাধীনভাৰে কার্য্য আরম্ভ করেন। জমীদার ও সেনাপতিদের উৎসাহ বৰ্দ্ধনের জন্ত ও তাহীদের আশ্বস্ত কবিবার জন্ত—তিনি সম্রাটের আদেশপত্র ও রাজপতাক জাহাঙ্গীর-নগর বা ঢাকায় প্রেরণ করিলেন । তৎপরে তিনি স্বয়ং আকবর-নগর হইতে যাত্রা করিয়া, দৈন্সবুন্দের সুবিধার দিকে দৃষ্টি রাখিয়া, ধীরে ধীরে পথ অতিক্রম করিতে লাগিলেন । বঙ্গদেশের সেনাপতি ও রাজপুরুষগণ, নানাস্থান হইতে উপযুক্ত অর্থ ও উপঢৌকন সহকারে শাহজাদার নিকট উপনীত হইয়া, তাহার সহগামী হইলেন। মন্দভাগ্য রহিম সাহ, সাহজাদার আগমন সংবাদ বিশ্বাস না করিয়া, শক্রর গতিরোধ জন্ম সতর্ক হইল না, কিন্তু তৎপরে রাজসৈন্যকে সহসা সমাগত দেখিয়া ব্যক্তিবাস্ত হইয়া পড়িল । চারিদিক হইতে আফগান-সেনা সংগ্ৰহ করিয়া যুদ্ধার্থ প্রস্তুত হইল। শত্রুসৈন্ত র্তাহার গতিরোধ করিতে প্রস্তুত হইতেছে দেখিয়া, শাহজাদা ভীত না হইয়। রসদ ও মালপত্র সঙ্গে না লইয়া, তিনি বৰ্দ্ধমান গ্রান্তে উপনীত হইয়া শিবির সংস্থাপন করিলেন । 够

  • রিয়াজ-উস-সালাতিন- २२० ) Stewarts Bengal (1813 original Edition.)

§ 3