পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৩৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্ৰৈয়োদশ অধ্যায় । లి({సి স্কোয়ার নর্থ) লালবাজার ও বউবাজারের দিকে অগ্রসর হইয়া—শিয়ালদহের বৈঠকখানা বাজার পর্য্যস্ত বিস্তৃত হইয়াছিল। দুর্গের দক্ষিণদিকে যে সমস্ত গৃহাদি নিৰ্ম্মিত হয়, তাহাতে কোম্পানীর মালামাল থাকিত। বর্তমান কয়লাঘাট ট্রীটের পার্থে, এক্সপোর্ট ও ইমপোট ওয়্যার-হাউস বা মালগুদাম ছিল । দুর্গের দক্ষিণ দিকস্থ প্রাঙ্গণ মধ্যে, গবর্ণরের আবাসগৃহ ছিল । দুর্গের মধ্যে এই গৃহটই সর্বাপেক্ষ শোভনীয় ছিল। হামিলটন, মুক্তকণ্ঠে ইহার স্থাপত্য-সৌন্দর্য্যের প্রশংসা করিয়া গিয়াছেন । - এখন এই দুর্গের প্রাচীন চিহ্নের বিশেষ কিছু নিদর্শন নাই। তবে ইহার ঘর বাড়ীগুলি কিরূপ ধরণের ছিল—পাঠক যদি তাহার নমুনা দেখিতে চান, তাহ হইলে কয়লাঘাট ষ্ট্ৰীট হইতে, জেনারেল পোষ্টাফিস বা বড় ডাকস্বরের মধ্যে প্রবেশ করুন। সন্মুখেই কতকগুলি ছোট খিলানওয়ালা গৃহ আপনার নেত্র পথে পতিত হইবে । এখন ইহার উপরে পোষ্টফিসের বাবুদের তামাক খাইবার ঘর হইয়াছে। নীচে পোষ্টাফিসের ডাকগাড়ি ও ঘোড়া ইত্যাদি থাকে। এই অংশটুকুই সেই পুরাতন দুর্গের স্মৃতি-চিহ্নস্বরূপ staও বৰ্ত্তমান । পুরাতন দুর্গের সকল অংশই ভাঙ্গিয়া ফেলা হইয়াছিল— কেবল পুরাতনের স্মৃতি-রক্ষার জন্য এই টুকুই বজায় রাখা হইয়াছে। আমাদের ভূতপূৰ্ব্ব প্রত্নতত্বাহরাগী বড়লাট লর্ডকৰ্জন বাহাদুরের চেষ্টায়, এই পুরাতন দুর্গের চারিদিকের সীমা নিৰ্দ্ধারিত হইয়াছে। দুর্গের নেন স্থানে কি ছিল—তাহা তিনি স্পষ্টভাবে প্রস্তর ফলক বীর চিহ্নিত করিয়াছেন। বৰ্ত্তমান "হ্লে-ক্ৰিট,প্ৰেisfএ ওক লেক্টারি অফিসের দ্বারের মধ্যে “ব্ল্যাকহোল" বা অন্ধকূপ-হত্যাগুহের স্থান নিষ্টি হইয়াছে। staকলকার রাইটাস-বিল্ডিংসএর সম্মুখে, যেস্থানে অন্ধকূপ-হত্যার স্বতিস্তম্ভ স্থাপিত হইয়াছে—সেই স্থানটা সেই সময়ে দুর্গ পাশ্ববৰ্ত্তী একটী গভীর নালা ছিল। অন্ধকূপ-হত্যায় যে সমস্ত ইংরাজ, শোচনীয় মৃত্যুমুখে পতিত হয়,প্ররদিন প্রভাতে নবাবের আদেশে তাহাদের মৃতদেহ এই খাতে নিক্ষিপ্ত হইয়াছিল। এই স্থানটা স্মরণীয় করিবার জন্য, হলওয়েল সাহেব সেই পুরাকালে এইস্থানে একটা স্মৃতিস্তম্ভ নির্বাণ করিয়া দেন। ইংরাজরাজত্বের মধ্যযুগে সেটা ভাজিয়ী ফেলা হয়। আমরা এই স্মৃতিচিহ্নের একখানি চিত্র প্রদান করিলাম *

  • যাহার এই প্রাচীন কোর্ট উইলিয়াম দুর্গের (অর্থাৎ যে দুর্গ নবাব সেরাজউদৌল আক্রমণ করেন ) অবস্থান স্থান সম্বন্ধে বিশদরূপে জানিতে চাহেন—উাহারা victoria