পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৩৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ЭУ o কলিকাতা সেকালের ও একালের । ད།ས་རྒྱུ། . শোভাসিংহের বিদ্রোহের সময় হইতে আরম্ভ হইয়া, এই “প্রাচীন ফোটর উইলিয়াম দুর্গ” ধীরে ধীরে কিরূপ উন্নতির পথে অগ্রসর হইয়াছিল—তাহার বিবরণ আমরা যথাসাধ্য প্রদান করিলাম। এই দুর্গ-নিৰ্ম্মাণের পর হইতেই প্রাচীন স্বতালুটা ও কলিকাতার উন্নতি আরম্ভ হইল। শোভাসিংহের বিদ্রোহ ঘটায়, ইংরাজদের প্রভূত উপকার সাধিত হইল। এ বিদ্রোহ উপস্থিত না হইলে কলিকাতার দুর্গ-নিৰ্ম্মাণ ব্যাপারটা এত শীঘ্র অগ্রসর হইতে পারিত না । বিদ্রোহীরা, ইংরাজদের ভয়েই গঙ্গ পার হইয়া কলিকাতার দিকে আসিতে পারে নাই । এই বিদ্রোহের সময়, ইরাজেরা দুইখানি জাহাজ কামান দ্বারা সজ্জিত করিয়া, ভাগীরথীবক্ষ চৌকী দেন। মোগলের থানা-দুর্গের ফৌজদার, ইংরাজদের এই বন্দোবস্তের জন্যই, বিদ্রোহীদের হস্ত হইতে পরিত্রাণ পান। হুগলীতে, ওলন্দাজ দিনেমার ও ফরাসীগণ, আর কলিকাতার ইংরাজগণ, এই সময়ে যুদ্ধ জাহাজ ও নৌসেনা দানে সাহায্য না করিলে এবং ভাগীরথীবক্ষকে শত্রুমুক্ত না রাখিলে, ইহার মধ্যবৰ্ত্তী ভূভাগের নগর ও গ্রামগুলি ছারে.থারে যাইত। ફે নিরাপদতার জন্ত, কলিকাতার পার্শ্ববর্তী গ্রামের অনেক ব্যবসায়ী, কলিকাতায় আসিলেন । ইউরোপীয়ানদের-শক্তির উপর তাহদের একটা বিশ্বাস জন্মিল। যখন র্তাহারা বুঝিলেন, এই ইউরোপীয়ানগণ চেষ্টা করিলে, দেশের লোকের মান মৰ্য্যাদা ও ধনসম্পত্তিরক্ষা করিতে সক্ষম, তাহীদের অনলবর্ষী কামানের ভয়ে, বিদ্রোহীরাও এপারে আসিতে অক্ষম—তখন র্তাহারা ইংরাজ-শক্তির উপর দৃঢ বিশ্বাসস্থাপন করিলেন। ইহার ফলে, কলিকাতার ও স্বতালুটার জনসংখ্যা বৃদ্ধি হইল। বাণিজ্যাদি ব্যাপারে, ইংরাজের দেশীয়দের সহিত অতি সদ্ব্যবহার করিতেন । শেঠ-বসাকেরা ইংরাজদের সহিত বাণিজ্যে লিপ্ত হইয়। কলিকাতাতেই রছিলেন। স্থতালুটর সে জঙ্গলময় অবস্থা, ক্রমশঃ বিদূরিত হইয়। নানাস্থানে ক্ষুদ্র অট্টালিকা, হাট-বাজার ও বস্তি হইতে লাগিল। তখন লোকে ভাবিত, বিপদ আপদ উপস্থিত হইলে—ইংরাজের মুতালুটর কেল্লার মধ্যে অতি সহজেই আশ্রয় পাওয়া যাইবে । মুতালুটার অবস্থার উন্নতি ঘটিলেও নানাকারণে ইংরাজ-কোম্পানীকে ব্যতিব্যস্ত হইয়া পড়িতে হইল। এই সময়ে সমগ্র বঙ্গের সুবাদার Memorial Hall Collection এর মধ্যে সংগৃহীত, দুর্গের একটা অবিকল নমুনা-বর্তমান মিউজিয়াম গুহে গিয়া দেখিয়া আসিতে পারেন । এই নমুনাীি পরলোকগত ঐতিহাসি* ডাক্তার উইলসনের চেষ্ঠায় ও লর্ড কর্ক্সনের সহায়তায় প্রস্তুত হইয়াছিল।