পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৪২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চদশ অধ্যায় । రిసి) হইতে প্রত্যুদগমন করিয়া দুর্গে আনয়ন করেন। এই সময়ে সেই নবগঠিত কলিকাতা সহরের পথে অতিশয় জনতা হইয়াছিল। দেশীয় ও ইংরাজ অধিবাসীদের ভিড় এত বেশী হইয়াছিল, যে গবর্ণরকে অনেক কষ্টে ভিড় ঠেলিয়া, কলিকাতা দুর্গমধ্যে আসিতে হয়।* সেপ্টেম্বর মাসে হুগলীর নবনিযুক্ত ও ইংরাজ-বন্ধু ফৌজদার, জেয়াউদিন খাঁ কলিকাতায় আসেন। তাহার সম্বৰ্দ্ধনার জন্যও যথেষ্ট আয়োজন করা হইয়াছিল। প্রচুর উপহার ও রাজেচিত সম্মানলাভে, তিনি ইংরাজদের উপর বড়ই সন্তুষ্ট হন । অক্টোবর মাসের শেষে, জেয়াউদ্দিন হুগলী হইতে কলিকাতার ইংরাজ প্রেসিডেন্টকে জানান—“সম্রাট-পৌত্র ফরকশিয়ার আপনাদের কৌন্সিলের প্রধানকে সন্মান-স্বচক পরিচ্ছদ এবং একটা স্বন্দর তুরঙ্গম ও একখানি সৌহার্দ্য-স্বচক পত্র পাঠাইয়াছেন।” ১৭১. খুঃ অব্দের নবেম্বর মাসে, প্রেসিডেন্ট সাহেব তাহার কৌন্সিলের সদস্যগণকে লইয়া হুগলীতে উপস্থিত হইলে জেয়াউদ্দিন তাহাকে উল্লিখিত উপহার দ্রব্যগুলি প্রদ্ধান করেন । সম্রাটের প্রিয়তম পৌত্রের নিকট হইতে, এরূপ সন্মান-সূচক উপহার পাইয়া, কলিকাতা-কেন্সিল বড়ই প্রহষ্টচিত্র হইয়াছিলেন । i. এক্ষণে আমরা নবাব মুরশীদকুলী থার সহিত, ইংরাজ কোম্পানীর কাৰ্য্যপ্রণালীর আলোচনা করিব। ১৭১৩_খু: অক্টে নবাব ལཱ་ཧྰུཾ་གི་দকুলীখ৭, মুবাদার বাঙ্গালার নায়েব-নাজিম ও দেওয়ান পদে নিযুক্ত হইয়া এদেশে উপস্থিত হন । এই সময়ে ইংরাজের কাশিমবাজারের কুঠীর অধ্যক্ষ ছিলেন, উইলিয়ম হেজেস সাহেব। পাঠক যেন পূর্ববৰ্ত্তী গবর্ণর হেজেসের সহিত ইতাকে এক বলিয়া না ভাবেন । নবাব মুরশীদকুলী থ। মুরশীদাবাদে উপস্থিত হইলে, কাশিমবাজারের কুঠার অধ্যক্ষ হেজেস সাহেব তাহার সহিত সাক্ষাতের জন্য গমন করেন। নবাব মিষ্ট কথার ও সদ্ব্যবহারে ভূলিবার লোক ছিলেন না। ইংরাজপক্ষের নিকট হইতে তিনি পুনরায় টাক চাহিয়া বসিলেন । এই সময়ে থ7 জাহান বাহাদুর, উড়িষ্যা ও

  • নিম্নলিখিত উদ্ধতাংশ হইতে জানা যায়, যে সেই সময়ের প্রাচীন কলিকাতা কতদূর জনभूर्भ श्झेशांछ्ठि । не (*Weltden) was met at his landing, by most of the Europeans in the town and the natives in such crowds, that it was difficult to pass to the Fort, where he was conducted by the Worshipful John

Russell and Abraham Adams Esqr. and the Counél–Summaries of Cousultations. 383. "