পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৪৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭৭৬ খ্ৰীঃ অন্ধের বিবরণ হইতে আমরা জানিতে পারি, খাস কলিকাতা গ্রামে তখন ২৪৮ বিঘা জমীর উপর লোকের বসবাস ছিল । । আরও ৩৬৪ । বিধার জঙ্গলাদি কাটাইয় তাহ মনুষ্যের বাসোপযোগী করিবার চেষ্টা করা: ছুইতেছিল। কলিকাতার উত্তরে বড়বাজারের মোট জমীর পরিমাণ এই সময়ে ৪৮৮ বিঘা ছিল। কিন্তু সরকারী কাগজ-পত্ৰ হইতে দেখিতে পাওয়া যায়, ইহার মধ্যে ৪•• বিঘা জমী ইতিপূর্বেই লোকের বাস্তুভিটা ও বাগানে পরিণত হইয়াছে। হলওয়েলের বিবরণ হইতে জানিতে পারা যায়—“জনুনগর ছাড়া (এই জনূনগর মারহাট্ট খাতের বাহিরে ছিল) কোম্পানীর দখলে এই সময়ে ৫২৪ ৩ বিঘা জমী ছিল। প্রতি বিঘায় ২০ জন করিয়া গড়-পড়তায় অধিবাসী ধরিয়া লইলেই,ইহা হইতেই একলক্ষের উপর লোক দাড়ায়। যাহাই হউক না কেন, রোটেসন • গবর্ণমেণ্টের সময় হইতে হলওয়েলের সময় পৰ্য্যন্ত কলিকাতার লোক-সংখ্যা যে যথেষ্ট বৃদ্ধি হইয়াছিল, তদ্বিষয়ে কোন সন্দেহ নাই । তখনকার শাসন-কার্য্যের ও রাজস্ব-বন্দোবস্তের সুবিধার জন্য, কোম্পানী কলিকতাকে চারি ভাগে ভাগ করিয়া লইয়াছিলেন। কিন্তু বড়বাজার এই চারি ভাগের মধ্যে সৰ্ব্বাপেক্ষণ ক্ষুদ্র হইলেও, বড়বাজারের লোক-সংখ্যা বড় বেশী ছিল। খাস সহর কলিকাতার জমীর পরিমাণ ১৭১৭ বিধা দশ কাঠা । ১৭০৬ খ্ৰীঃ অবো খাস কলিকাতার মধ্যে ২৪৮ বিঘা ভূমিতে লোকের বসবাস ছিল। বাকী-জমীতে আবাদ হইত, অথবা তাহা জঙ্গলপূর্ণ ও পতিত অবস্থায় ছিল। কলিকাতার উত্তরাংশে সুতালুটার ভূমির পরিমাণ ১৬৯২ বিঘা। ইহার মধ্যে ১৩৪ বিঘায় লোকের বসবাস ছিল । ইহা হইতে আমরা দেখিতে পাই–১৭০৬ খৃঃ অন্ধে সাড়ে আট শত বিঘা ভূমিতেই লোকের বাসস্থানাদি নিৰ্ম্মিত হইয়াছিল। অবশিষ্ট্র ১৫২৫ বিঘা জমীতে ধান চাষ হইত ও ৪৮৬ বিঘা জমীতে বাগানবাগিচা ছিল। ২৫০ বিঘা জমী কলাগাছের বাগানে পূর্ণ ছিল। • ১৮৭ বিঘাতে তামাক উৎপন্ন হইত। ওr৭ বিঘা জমী ব্রহ্মোত্তররূপে ব্রাহ্মণদের প্রদত্ত হইয়াছিল । ১৬৭ বিঘা খামার বা পতিত-জমী ছিল। বাকী জমী রাস্তা-ঘাট নালা-নর্দাম ও পুষ্করিণীতে পুরিপূর্ণ ছিল। কোন বিভাগের মীন কত জমী ছিল তাহার একট তালিকা পর-পৃষ্ঠায় প্রদত্ত হইল ।