পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৫৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(LR কলিকাতা সেকালের ও একালের । চৌথাই না দিবে জবে যুদ্ধ করিব তবে এই কথা বোল জাইয়া তারে। উকীল আসিঞ। পরে কহিল নবাবে তবে রন করিতে সেহ চাহে । এতেক মুনিঞা জবে নবাব জানিল তবে ডাক দিয়া জমাদারে কছে ৷ জত জমাদার ছিল তারে নবাব কহিল চৌথাই চাহে বারে বারে। জতেক সরদার ছিল, তারা সব কহিল সেই টাকা দেহ সিপাএরে ॥ আমরা জত লোকে মরিব বরগিকে দেসে জেন আইস্তে নাই পারে । বরগি সব মারিব দেশে আইস্তে না দিব কি করিতে পারে ভাস্করে ॥ সুনিয়া এতেক বানি সন্তুষ্ট হইল তিনি কহিতে লাগিল! ভাল ভাল । পানবাট কাছে ছিল পান তুইলা সভারে দিল বিদাএ হইয়া সভে আইল ॥ এথা ভাস্কর সরদারে ডাক দে এ জমাদারে কহিতে লাগিলা তা সভারে । তোমরা কত জন চতুদিগে দের থানা কতজনা জায় লুটিবারে ॥ সরদারে কহে এত সাজে জমাদার এত চতুদিগে জাএ লুটিবারে। - সাজিল জত জন শুন তার বিবরণ একে একে নাম বলি তার ॥ ধামৃদ্ধরম জাএ আর হিরামন কাসি। গঙ্গাজি আমড়া জাএ আর সিমস্ত জোসি ॥ বালজি জাএ আর সেবাজি কেহিড়ী । সম্বুজি জাএ আর কেসজি আমোড়া ।