পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৬০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&\లV কলিকাতা সেকালের ও একালের । নবাব সিরাজউদ্দৌলা কর্তৃক কলিকাতা আক্রমণ । কি কারণে নবাব সিরাজউদৌলা কলিকাতা আক্রমণ করেন, তাহার ইতিবৃত্ত অনেকেই জানেন। বর্তমান যুগে স্কুলপাঠ্য ইতিহাস হইতে আরম্ভ করিয়া, বাঙ্গালাভাষায় ও ইংরাজীতে লিখিত বড় বড় ইতিহাসে, নবাব ও ইংরাজ কোম্পানীর সহিত সংঘর্ষ ব্যাপারের সম্পূর্ণ গৃঢ় রহস্য সাধারণে প্রকাশিত হইয়াছে। বাঙ্গলার মাসিক পত্রিকা সমূহেও এ বিষয়ের যথেষ্ট আলোচনা হইয়া গিয়াছে। সম্প্রতি সুপণ্ডিত হিল সাহেব, ১৭৫৬-৫৭ খৃঃ অকের ঘটনাবলী অবলম্বনে, সুবৃহৎ তিনখণ্ড পুস্তক লিখিয়াছেন। ইংরাজী অভিজ্ঞ পাঠক এই পুস্তক কয়খানি বিশেষ সহিষ্ণুতার সহিত পাঠ করিলে, নবাব সিরাজউদৌলার সহিত ইংরাজ-বণিকদিগের সংঘর্যের প্রকৃত কারণ বিশেষরূপে জানিতে পারিবেন। নবাবের কলিকাত আক্রমণের ফলে, ইতিহাস প্রসিদ্ধ “অন্ধকূপ-হত্যা” ঘটনা ঘটে। পাঠক এই অন্ধকূপ-হত্যার সম্বন্ধেও অনেক অপ্রকাশিত নূতন তথ্য, ছিলের এই সুবৃহৎ পুস্তকত্ৰয়ের মধ্যে দেখিতে পাইৰেন । এ সমস্ত কথা বিশদভাবে আলোচনার স্থান আমাদের নাই। সুতরাং তাহা সন্নিবিষ্ট হইল না। সিরাজউদৌলা কর্তৃক কলিকাতার পুরাতন দুর্গ আক্রান্ত হইবার সময়, ইংরাজ গবর্ণর ড্রেক সাহেবের দুর্গ রক্ষার নিস্ফল চেষ্টা, অসম সাহসিক ধীর হলওয়েলের দুর্গরক্ষণর চেষ্টা, নবাব কর্তৃক দুর্গজয়, ইংরাজগণের কলিকাতা ত্যাগ করিয়া ফল্‌তায় পলায়ন, নবাব কর্তৃক কলিকাতার নাম ‘আলিনগরে” পরিবর্তন প্রভৃতি ঘটনাবলী ইতিহাসানুরক্ত পাঠকবর্গের অবিদিত নাই। সুতরাং তাহার পুনরুল্লেখ করিয়া, পাঠকবর্গের সহিষ্ণুতার উপর অযথা আক্রমণ না করিয়া, আমরা কেবল সেই সময়ের কলিকাতা সম্বন্ধে কতকগুলি প্রয়োজনীয় জ্ঞাতব্য কথা এস্থলে সংক্ষেপে বিবৃত করিব। তাছা হইতেই পাঠক অনেক নৃতন তথ্য অবগত হইবেন। seg নবাব কলিকাতা আক্রমণ করিলে, এ দেশীয় অধিবাসীবর্গের অনেকে প্রাণভয়ে ও নবাবসেন। কর্তৃক সম্পত্তি প্রভৃতি লুণ্ঠনাশঙ্কায়, নানাস্থানে পলাইয়া বায়। এই যুদ্ধের জন্য, লালদীঘির পার্শ্বস্থ অনেকগুলি বড় বড় বাড়ী ভাজিয়ী ফেলা হয়। বড়বাজার ও লালবাজার প্রভৃতি স্থানে অনেক বাড়ী নবাবের সৈন্ত হস্তে, অগ্নিমুখে সমৰ্পিত হয়। কোথাও বা কামানের জলন্ত গোলাগুলি পড়িয়া অনেক বাড়ী ঘর নষ্ট হইয়া যায়। মোটের উপর নবাবের আক্রমণে, প্রাচীন কলিকাতা কিয়ৎকালের জন্ত হতশ্ৰী হইয়া পড়ে।