পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৬৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(సె8 কলিকাতা সেকালের ও একালের । পলাশীযুদ্ধের পূর্বে ও পরে কলিকাতার অবস্থা। (কোম্পানী-বাহাদুরের পুরাতন সেরেস্ত হইতে সংগৃহীত । ) ( ૧૬ના খৃঃ হইতে ১৭৬৭ খৃঃ অদ পৰ্য্যস্ত। ) নবাব সিরাজউদৌল যে সময়ে কলিকাতা আক্ৰমণ করেন, সেই সময়ে তিনি কোম্পানীর অনেক. কাগজ-পত্র ও সেরেস্ত লুণ্ঠন করিয়া লইয়া যান। ভবিষ্যতে, তিনি ইহার কতকাংশ প্রত্যপণ করেন। যেগুলি হারাইয়া গিয়াছিল বা নষ্ট হইয়াছিল, কলিকাতার কর্তৃপক্ষের তাহাদের কপি বা নকল বিলাত হইতে আনান । এই জন্য এই সময়ের কতক কাগজ-পত্র দুষ্প্রাপ্য ও নষ্ট হইয়া গিয়াছিল। যাহা হউক নিম্নলিখিত উদ্ধতাংশগুলি হইতে, পাঠক ১৭৪৮ হইতে ১৭৬৭ খ্ৰীঃ অন্ধ পর্য্যস্ত কলিকাতার অবস্থা সম্বন্ধে অনেক কথা জানিতে পারিবেন। পূৰ্ব্বে আমরা কোম্পানীর প্রথম আমলের কতকগুলি সেরেস্তার সংক্ষিপ্ত মৰ্ম্ম দিয়াছি। তাহ হইতে পাঠক নবাবী-আমলে ইংরাজ কোম্পানীর অবস্থা সম্বন্ধে অনেক কথা জানিয়াছেন। নিম্নলিখিত গুলি হইতে পলাশী-আমলের কলিকাতা ও তাহার পরবর্তীকালের নানা কথা জানা যাইবে । কলিকাতায় ড্রেনের উন্নতি । “আমরা কলিকাতার জমিদারকে আদেশ করিয়াছি, যেন তিনি কলিকাতার ড্রেনগুলির একটা সার্ভে করেন। কোন ড্রেন মেরামত বা নূতন করিতে কত খরচ পড়িবে --ইহারও একটা এষ্টিমেট আমরা চাহিয়াছিলাম। তিনি আমাদের একটা রিপোট ও এ সম্বন্ধে দিয়াছেন। আমরা তাহাকে এই ড়েণগুলির উন্নতি করিয়া কলিকাতাকে স্বাস্থ্যকর করিবার আদেশ প্রদান করিয়াছি।” Despatch to Court of Directors. (January 13, 1749 Para 12. )*

  • পূৰ্ব্বোক্ত ও পরবর্তী উচ্চতাংশগুলি কলিকাতার পুরাতন সেরেস্ত হইতে সংগৃহীত। কলিকাতার সকেন্সিল গবর্ণর, এখানকার কাজকৰ্ম্ম সম্বন্ধে যে সমস্ত পত্র বিলাতের কোট অফ ডাইরেক্টারদের লিখিতেন, তাহ Despatch to Court of in fifáč, আমরা এই সমস্ত ডেশাচের মধ্য হইতে প্রয়োজনীয় অংশগুলি উদ্ভূত করিয়াছি। যেখানে D, to c, লেখা আছে তাহাই এই ডেস্পাচের উদ্ধৃতাংশ। পাশে যে তারিখ আছে তাহ ডেস্পাচের তারিখ । এতদ্ব্যতীত আমরা কোম্পানী-বাহাদ্বরের সেকালের calcutta Consultationং বহির উদ্ধতাংশ হইতেও অনেক অজ্ঞাত তথ্য পাইয়াছি।

লং সাহেব এই প্রাচীন রেকর্ডগুলির সারাংশ সংকলন করিয়া দেড়শত বৎসরের অতীত ইতিহাসের একটা অভাব মোচন করিয়া গিয়াছেন ।