পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৭০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একবিংশ অধ্যায় । ৬৬৫ who goto (Syne Ekadassy) of Yoti (Akhy Tirtea) এইরূপ বানানের জন্য অনেক পৰ্ব্বদিন সহজে বুঝা যায় না। (৩৫।১৭৮৭) । মুসলমানদেরও (১) ইদলফেতর (২) ইদুজ্জোহ। (৩) সোবেবরাত (৪) মহরম, (৫) বর উয়াফাৎ (৬) তেরাতাজিয়া (৭) আখেরিচাহার (৮) নওরোজ প্রভৃতি উৎসবে ১৩ দিন বন্ধ থাকিত। হিন্দু ও মুসলমান উভয় পৰ্ব্বে মোট ৭২ দিন ছুটী হইত। কলিকাতায় মালাই মানিলা ও কাফ্রির উৎপাত । “রাইট অনারেবল গভর্ণর জেনারেল বাহাদুরের বরাবরে অভিযোগ আসিয়াছে, যে মালাই ও ম্যানিলা দেশীয় জাহাজের খালাসীরা ও কাফ্রির কলিকাতায় চুরী-ডাকাতি ও দাঙ্গা-হাঙ্গামা করিতেছে। এজন্য আদেশ করা হইল—আগামী ১লা সেপ্টেম্বরের পর এই শ্রেণীর যে-সমস্ত লোক জাহাজে চাকরি জোগাড় করিয়া কলিকাতা ছাড়িয়া চলিয়া না যাইবে, তাহাদিগকে ফাটকে আটক করা যাইবে।” ( ৮ই জুলাই ১৭৮৭ )। অহল্যাবাইয়ের গয়ার মন্দির । “রাণী অহল্যা-বাই গয়াতীর্থে একটা বিষ্ণুমন্দির ও লক্ষ্মীর-মন্দির প্রতিষ্ঠা-কাৰ্য্য আরম্ভ করিয়াছেন । শোনা যাইতেছে—এই স্থানে তাহার নিজেরও একটা প্রতিমূৰ্ত্তি গঠিত হইবে । ভবিষ্যৎ যুগে তিনিও অন্যান্ত হিন্দুদেবতাদের মত পূজিত হইবেন ।” Calcutta Gazette—(News) 83-17-87 বৰ্দ্ধমানে দামোদরের বন্যা । গত বৎসরের বর্দ্ধমানের বন্যার কথা, আজও পাঠকের স্মৃতিমধ্যে উজ্জলভাবে জাগরুক। ইহার ৫• বৎসর পূৰ্ব্বে নাকি আর একবার এইরূপ ভয়ানক বন্ত হয় । কিন্তু শতাধিক বৎসর পূৰ্ব্বে, লর্ড কর্ণওয়ালিসের আমলে, একবার দামোদরের বধি ভাঙ্গে। সেই সময়ের কলিকাতা গেজেটে ( ১•১১।১৭৮৭ ) একখানি পত্র প্রকাশিত হইয়াছিল –পত্ৰখানি অবত ইংরাজীতেই প্রকাশ হয়। বৰ্দ্ধমানবাসী কোন ভদ্রলোক, এই ভীষণ বন্যার অবস্থা সম্বন্ধে র্তাহার কলিকাতাবাসী সহোদরকে বাঙ্গালায় একখানি পত্র লেখেন । গেজেট-সম্পাদক তাহা ইংরাজীতে তর্জমা করিয়া বন্যার প্রক্লত অবস্থা সাধারণের গোচর করেন। সে তৰ্দ্ধমার বাঙ্গালা এই-- br8 -