পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৭১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা সেকালের ও একালের । وهيمياوي সাহেব-চোর। গত মঙ্গলবার রাত্রে ( ১৭৯১—নবেম্বর ) চৌরঙ্গীর পথে, তিনজন সাহেব রাহাজানি ও চুরী করিয়াছে। সম্ভবতঃ ইহারা জাহাজের নাবিক। এই ব্যাপারে এক ভদ্রলোকের সোণার-ঘড়ী ও সোণার-চেন খোয়া গিয়াছে। যে কেহ এই সমস্ত অপহৃত দ্রব্যের বা চোরের কোন সন্ধান বলিয়া দিতে পরিবে বা চোর ধরাইয়া দিতে পারিবে, তাহাকে চারিশত টাকা পুরস্কার দেওয়া যাইবে। (২।১১৷১৭৯১ ) সূৰ্য্যাস্তের পর মদের দোকান-বন্ধ। এতদ্বারা সৰ্ব্বসাধারণকে জ্ঞাত করা যাইতেছে—মদের দোকানের অধিকারীগণ এই নোটিসের তারিখ হইতে, ঠিক স্বৰ্য্যাস্তের সময় তাহীদের মদের দোকান বন্ধ করিবেন। পুলিশ অফিস } জি, সি, মেয়ার ১৯ নবেম্বর ১ ৭৯১ সুপারিন্টেণ্ডেণ্ট। জগন্নাথের রথে সিপাহীর বন্দোবস্ত । “প্রত্যেক সেনাদল হইতে, একজন জমাদার ও ২০ জন করিয়া সিপাহী লইয়া, একটা দল সংগঠিত হইবে। এই জমাদার ও সিপাহী, হিন্দু ব্রাহ্মণ হওয়া চাই, কারণ তাহাদিগকে পুরাধামে, জগন্নাথের-রথের সময় পাহার দিতে হইবে। তাহারা দুই তিনদিন, জগন্নাথক্ষেত্রে থাকিয়া যাত্রীদের সম্বন্ধে *Rol of to 1" (Extract from D. O. dated 26|12|1792.) লাট-সাহেবের বল । সেকালে বল ও সপার ( নাচ ও রাত্রে-ভোজনের ) নিমন্ত্রণ উৎসব লাট-সাহেবের বাড়ীতে হইত না। তখন বৰ্ত্তমান লাট-প্রাসাদের অস্তিত্ব মাত্র ছিল না। নিম্নলিখিত বিজ্ঞাপনট তাহার প্রমাণ—“সে সমস্ত ভদ্র মহোদয়গণ ইংলণ্ডেশ্বরের ও কোম্পানী-বাহাদুরের সেনাবিভাগে ও সিভিল-বিভাগে নিযুক্ত আছেন, গবর্নর-জেনারেল লর্ড কর্ণওয়ালিস তাহাদিগকে ১৮ই জানুয়ারি ( ১৭৯৩ ) থিয়েটার-গৃহে বল ও সপারের জন্য নিমন্ত্ৰণ করিতেছেন। ঐ দিন ইংলণ্ডেশ্বরের জন্মতিথি, এইজন্যই এই ভোজের ও আমোদের আয়োজন।” ( C. G. no|I|I?93 )