পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৭২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাবিংশ অধ্যায় । ᏬᏑ☾ ( ১২ ) ভারতীয় প্রাচীন নাট্যকলা সম্বন্ধে সুদীর্ঘ সন্দর্ভ । ( ১৩ ) হিন্দু জ্যোতিষ ও গ্রহ-বিজ্ঞান । ( ১৪ ) ভারতের হিন্দুপ্রধান কালের ইতিহাস (মুসলমান অধিকারের পূৰ্ব্ব পর্যন্ত) কাশ্মীরের সংস্কৃত ইতিহাস হইতে সঙ্কলিত। আরবী । ( ১ ) মহম্মদের জন্মের পূৰ্ব্বে আরব দেশের ইতিহাস । ( ২ ) হামাসার অনুবাদ । { ৩ ) হারিরির অনুবাদ । ( s ) তকাবাৎ-উল্-খুলসার অনুবাদ । পারসী । (১) সংস্কৃত, আরবী, গ্ৰীকৃ, তুর্কী পারসীর প্রাচীন পুস্তকাদি হইতে সঙ্কলিত পারস্যের ইতিহাস । (২) মহাকবি ফর্মুলীর "খরচনামা” । ( ৩ ) পারসী ভাষার অভিধান । ( 4 ) নিজামীর পদ্য সমূহের গদ্যামুবাদ । চীন । ( ১ ) শি-শিং এরং"অনুবাদ । (২) কনফুৎসুর অনুবাদ । তাতার । ( ১ ) মোগল, অটোম্যান, প্রভৃতি তাতার-জাতির বিস্তৃত ইতিহাস । (তুর্কী ও পাবস্য ভাষা হইতে অনুদিত ) * সাহেব চোরের উৎপাত । পুলিস অফিস হইতে ১৭৯৫ খৃঃ অব্দের ১৬ এপ্রিল একটী নোটীশ জারি হয়, তাহার মৰ্ম্ম এই—

  • গত দুই মাস কাল ধরিয়া এসপ্লানেড ও কেল্লায় যাইবার ও আসিবার পথে ও ময়দানে, বড়ই রাহাজানি চলিতেছে। মীচ প্রবৃত্তির সাহেবের যে
  1. A discourse delivered at a meeting of the Asiatic Society on the 2nd of May 1794 by Sir John Shore Bart. President,