পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৭২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা সেকালের ও একালের । نوترون চাউলের দরবৃদ্ধি । কলিকাতায় চাউলের দর ক্রমশঃ বৃদ্ধি হইতেছে—ইহা বড় ভাবনার কথা। বেনারস ও উত্তর পশ্চিম প্রদেশে এবারে শস্ত জন্মায় নাই, এজন্ত শস্যাদি ঐ সমস্ত স্থানে চালান হওয়াই, বোধ হয় এ মূল্য বৃদ্ধির কারণ। কলিকাতা সহরে আজকাল যে দরে চাউল বিক্রীত হইতেছে, তাহার তালিকা এই—* মুরশীদাবাদী চাউল (টাকায় ) সাতাশ সের। পাটুনাই 35 鹦 છે. দিনাজপুরী , , আটাশ সের। হুগলী ও হিজলীর চাউল ১নং ( , ) কুড়ি সের। લે § ২নং ( , ) পচিশ সের। বীরভূম ও বদ্ধমানের চাউল ( , ) বাইস সের। কলিকাতা ভবানীপুরে ডাকাতি। “গত শুক্রবার রাত্রে, একদল ডাকাত ভবানীপুরের একজন ভদ্রলোকের বাটীতে প্রবেশ করে। তাহারা গৃহস্বামীকে মাটীতে ফেলিয়া, তাহার গলা টিপিয়া ধরে। এজন্য সে বেচার প্রথমে একটুও চীৎকার করিতে পারে নাই । বিশেষ সুযোগ পাইয়া, তাহারা প্রায় সহস্রাধিক টাকা সংগ্রহ করে। তাহার পর তাহাকে ছাড়িয়া দিয়া চলিয়া যায়। ডাকশতেরা কতকগুলি দরকারী কাগজপত্রও লষ্টয়া গিয়ছিল। ভদ্রলোকটী তাঙ্গ জানিতে পারিয়া, ডাকাতদের চীৎকার করিরা বলেন - “আমার দরকারী কাগজগুলি আমাকে ফিরাইয়া দিয়া যাও।” ডাকাতেরা তাহার এ চীৎকারের অর্থ বুঝিতে না পারায় মনে ভাবিল-লোকটা গোলমাল করিয়া হয়তঃ লোকজনকে জাগাইবার চেষ্টা করিতেছে। এজন্য তাহারা তাহাকে হত্যা করিবার জন্ত তিনবার পিস্তলের আওয়াজ করে। কিন্তু সেই ভদ্রলোকটীয় সৌভাগ্যক্রমে একটও তাহার গায়ে লাগে নাই । মে ভদ্রলোকের বাটীতে ভকতি হইয়াছিল, তঁহার কোন নামোল্লেখ নাই। তখনও চৌরঙ্গী অঞ্চলের অনেকাংশে জঙ্গলপূর্ণ এবং লোকের বসবাস হয় নাই, সুতরাং এরূপ ডাকাতি অসম্ভব নহে if s: Calcutta Gazette 9-4–1789 # Calcutta Gazette 22–1–1789