পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৭৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૧૭૦ কলিকাতা সেকালের ও একালের । পথের কথা । এইবার আমরা বর্তমান কলিকাতার রাজপথগুলির ইতিবৃত্ত সংক্ষেপে বলিয়া যাইব । এই সমস্ত রাজ-পথের সহিত অতীত যুগের অনেক খ্যাতাপন্ন, উচ্চপদস্থ, ಶ್ಲ নামেরও স্মৃতি বিজড়িত । চৌরঙ্গী রোড। এখন যে চৌরঙ্গী-সাহেবী-কোয়াটার, কলিকাতা নগরীর মুকুটমণি, আগে তাহা বনজঙ্গল সমাচ্ছন্ন একখানি ক্ষুদ্র গ্রাম ছিল। এই গ্রাম ও তাহার আশেপাশের স্থান গুলি গভীর জঙ্গলপূর্ণ ছিল। দিনের বেলায় লোকে সাহস করিয়া গোবিন্দপুর বা সুতালুট যাইতে পারিত বটে, কিন্তু সন্ধ্যার পর বাঘের ভয়ে, বা গভীর রাত্রে ডাকাতের ভয়ে কেহই চৌরঙ্গীর এ জঙ্গল পার হইত না। জঙ্গলগিরি চৌরঙ্গী নামক এক সন্ন্যাসী এই জঙ্গলে বাস করিতেন। তাহার নাম হইতেই এই ক্ষুদ্র গ্রামের নাম চৌরঙ্গী হইয়াছিল। জঙ্গল গিরি সম্বন্ধে আমরা ইতি পূৰ্ব্বে অনেক কথা বলিয়াছি। চৌরঙ্গী একটা গ্রামের বা স্থানের নাম। এই গ্রামের নাম হইতেই রাস্তার নামকরণ হইয়াছে। ১৭১৪ খৃঃ অব্দেও চৌরঙ্গীর নাম শোনা যায়। হলওয়েল সাহেবও চৌরঙ্গীর রাস্তাকে “কালীঘাটের রাস্ত "Road · to Colligot” বলিয়া উল্লেখ করিয়া গিয়াছেন। আজ কাল যাহা বেণ্টিঙ্ক ষ্ট্রীট ও সেই বেণ্টিঙ্ক ষ্ট্রীট যেখানে ধৰ্ম্মতলায় মিশিয়াছে, তাহা ইংরাজদের কলিকাতার আগমনের বহুপূৰ্ব্ব হইতেই একটা সরু রাস্ত ছিল। এই সরু রাস্তার দুই ধারে গভীর জঙ্গল। এই জঙ্গল মধ্যবর্তী পথ দিয়াই, যাত্রীগণ চিত্রেখরীর মন্দির হইতে কালীঘাটে যাইত। পুরাতন ম্যাপ , সমূহে চৌরঙ্গ একটা স্থানের নাম বলিয়াই উল্লিখিত। পরে এই চৌরঙ্গী নাম, রাস্তাকে দান করা হইয়াছে। . ... " ১৭৮২ খ্ৰী: অন্ধে উড, সাহেব কলিকাতার এক নক্সা তৈয়ারি करहना ख्रख्द्रकई शाळा, इक्ख्ना इंग्लङ नाङ्गः क्रशंख् রোড বলিষ্ঠ চিহ্নিত ছিল। পার্কীটের দক্ষিণের স্থানচীর্কে টেরী গ্রাম বলিত। কিন্তু ১৭৯৪ খ্ৰীঃ অবে প্রস্তত অপজনের ম্যাপে, চৌরঙ্গী ও তাহার দক্ষিণ পুৰ্ব্ব ভূভাগ “ডিহি বিরজী" বলিয়া উল্লিখিত। এই সময়ে চৌরঙ্গীর সীমা ছিল—পূৰ্ব্বে সারকিউলার রোড, দক্ষিণ