পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৮৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুৰ্ব্বিংশ অধ্যায়। b a ) fন ক্লাইভের সঙ্গে ছিলেন। যে সময়ে মুরশিদাবাদে সেরাজের । agর লুঠ হয়, সে সময়ে নবকৃষ্ণ—মুরশিদাবাদে । লর্ড ক্লাইভের aয়তেই, তাহার পদোন্নতি হয়। তিনি প্রথমে কোম্পানী-বাহাদুরের ફ્રકાફિક কাজ করেন । তৎপরে তিনি কোম্পানীর “পলিটিকাল-বেনিয়ান” ... উন্নীত হন । ধরিতে গেলে, শেষোক্ত পদটা অনেকটা বৰ্ত্তমানকালের :4-সেক্রেটারীর মত। নবাব সেরাজউদ্দৌলা কর্তৃক কলিকাতা gaমণের পর—গভর্ণর ড্রেক প্রভৃতি যখন ফল্‌তায় পলায়ন করেন— gথম, অসীম সাহস অবলম্বনে মহারাজ নবকৃষ্ণ নৌকা বোঝাই করিয়া, সুবৰ্ণর ও র্তাহীর সঙ্গীগণের জীবনরক্ষার্থে গোপনে খাদ্যাদি পঠাইয়। দাড়িলেন। একদিকে নবকৃষ্ণ ও অন্যদিকে চুচুড়ার ডচেরী, যদি বিপন্ন ইরজিদিগকে এই সময়ে সাহায্য না করিতেন—তাহ হইলে তাহদের বড়ই কষ্ট পাইতে হইত। পরবর্তীকালে মহারাজ নবকৃষ্ণ, ক্লাইব ও হেষ্টিংসের দক্ষিণহস্ত স্বরূপ হইয়া উঠেন। তখন গবর্ণরের দেওয়ান আর মুন্সী নবকৃষ্ণই প্রাচীন কলিকাতার মধ্যে বড়লোক ছিলেন । ১৭৬৭ খ্ৰীঃ অব্দে গভর্ণরের দেওয়ান, রামচাদের মৃত্যু হয় । মৃত্যুকালে দেওয়ানজী রামচাদ, সাড়ে বার লক্ষ টাকা রাথিয় যান। ১৭৫৭ খ্ৰীষ্টাব্দে, নবকৃষ্ণ মুন্সী কোম্পানীর নিকট যাটটা মাত্র মুদ্রা মাসিক বেতন পাইতেন । কিন্তু মাতৃশ্ৰাদ্ধে নবকৃষ্ণ বা সুর, নয় লক্ষ টাকা ব্যয় করেন । ইহা হইতেই তাহার ঐশ্বর্য্যের পরিমাণ অর্মান করিয়া লউন । একবার মহারাজ নবকৃষ্ণ, সুপ্রসিদ্ধ পণ্ডিত জগন্নাথ তর্কপঞ্চাননকে এক লক্ষ টাকার জমাদারী দান করেন । কিন্তু তর্কপঞ্চানন মহাশয় “বিষয়-বিষ ও উহাতে আমাকে মাটী করিবে” বলিয়া সে দান প্রত্যাখ্যান করিয়াছিলেন । পলাশী-যুদ্ধের পর, কলিকাতার অধিবাসীদের যখন ক্ষতিপূরণের টাকা ও এগুয়াজি জমী দেওয়া হয়—সেই সময়ে কুমারটুলি অঞ্চলে নবকৃষ্ণ অনেক জমী পান। নবকৃষ্ণের উন্নতির সহিত, এই সকল স্থান ক্রমশঃ ভদ্রলোকের বসবাসে পূর্ণ হইয় উঠে। বৰ্ত্তমানে নবকৃষ্ণের বংশধরেরা এই 6"ভিীবাজারের অৰ্দ্ধেক অংশ অধিকার করিয়া আছেন । শোভাবাজার, সভীবাজার ও মুবাবাজার, এই তিন প্রকারে ঐতিহাসিক ও কলিকাতার প্রত্নতত্ত্ববিৎগণ, “শোভাবাজার” নামের নির্দেশ করিয়া থাকেন। যে কারণেই এই শোভাবাজার নাম হউক না কেন, শোভ-. বাণীর যে নবকৃষ্ণের জন্ত জণকাইয়া উঠিয়াছিল, এই সিদ্ধান্তে কোন ఫి ది )