পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৯৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চবিংশ অধ্যায় ! - సిస్సిరి কলিকাতা সহরের মধ্যস্থ ষ্ট্যাচু ও অন্যান্য মৃতিচিহ্ন সমুহের পরিচয়। ( ময়দানে } । “প্রিন্সেপসূ-ঘাট ।” • “গ্রিন্সেপস্-ঘাটের” নাম না জানেন, এরূপ কলিকাতাবাসী খুব কমই আছেন। ষ্ট্রাওরোডের উপর—এই ঘাটটা প্রতিষ্ঠিত। এই ঘাটে, আগে বড়লাট-সাহেৰগণ নদীপথে আসিয়া, কলিকাতায় নামিতেন। আমাদের সৰ্ব্বজন প্রিয় মহাগৌরবান্বিত ভারতেশ্বর সম্রাট পঞ্চম জর্জ ও র্তাহার স্বগীয় জনক, সম্রাট সপ্তম এডোয়ার্ডও কলিকাতায় আসিবার সময়, এই স্বাটে নামিয়াছিলেন । প্রিন্সেপ-ঘাটের ন্যায় স্থদুখ ও সুবৃহৎ ঘাট কলিকাতায় আর দ্বিতীয় নাই। মার্গে এই ঘাটটর পদমুল বিচুম্বিত করিয়া খরস্রোতা জাহ্নবী প্রবাহিত হইতেন । কিন্তু পঞ্চশে ষাট বৎসরের মধ্যে, গঙ্গা অনেক দূরে সরিয়া গিয়াছেন ও এই ঘাটটার পাশ্ব দিয়া, পোর্ট-কমিশনারের বৰ্ত্তমানকালে এক প্রশস্ত রাস্ত বাহির করিয়া দিয়াছেন। র্যাহার স্মৃতিচিহ্ন রক্ষার জন্ত, এই ঘাট-প্রতিষ্ঠা হয়, সেই জেমস প্রিন্সেস সাহেব, ১৭৯৯ খ্ৰীঃ অব্দে জন্ম গ্রহণ করেন। ২০ বৎসৰু বয়সে, তিনি কলিকাত টাকশালের Assay Master এর পদে নিযুক্ত হন । স্বনামখ্যাত স্থপণ্ডিত হোরেস হেম্যান উইলসন সাহেব, র্তাহার পূর্য্যে, এই সরকারী টাকশালে, “এসেমষ্টিারের” কাজ করিতেন। উইলসনের অবসর গ্রহণের পর, জেম্স গ্রিন্সেপ এই উচ্চপদে অধিষ্ঠিত হন। উইলসন সাহেব সংস্কৃতে সুপণ্ডিত ও এসিয়াটিক-সোসাইটীর একজন সেক্রেbiot sessia i ötet: Theatre of the Hindus Rixto, প্রাচীন হিন্দু নাট্যকলার ইংরাজীতে লিখিত ইতিহাস-গ্রন্থ, মৌলিক গবেষণাপূর্ণ। প্রিলেপ সাবে উইলসনের সাহচৰ্য্য লাভ করিয়া, ভারতীয় প্রত্নতত্ত্বাদি অনুশীলন সম্বন্ধে বিশেষ মনোযোগী হন। প্রাচীন শিল্পকলার দিকেই তাহার বেণী ধোক ছিল। তাহার স্থপতি-বিদ্যানুশীলনের কয়েকট ফল এখনও বিদ্যমান। কৰ্ম্মনাশা নদীর উপর, তিনি একটা পঞ্চখিলানময় মুবৃহৎ পুল নিৰ্ম্মাণ করিয়া দেন। এই পুল, বেনারস ও বেহারকে পৃথক করিয়া দিয়াছে। এখনও এই পুল বর্তমান। দক্ষিণাত্যে, ঔরঙ্গজেবের মসজিদের তন্ত্রগ্রন্থ মিনারগুলিরও ইনি পুনঃসংস্কার করেন। সুদরবন বিভাগে বাণিজ্য