পাতা:কলিকুতূহলনামুক গ্রন্থ.djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఏ* কলিকুতুহল। ত্ৰেতে জনেই । আরম্ভিয় ধৰ্ম্মকৃষি, নবদ্বৈপায়ন ঋষি, প্রায় সবে মীশুবীজ বনে ॥ কলির বাড়ায় রাজ্য, কেবা মানে কাৰ্য্যাকার্য্য, আর্য্যানার্য্য কে করে গণন। অধৰ্ম্মের বাড়ে জোর, ধৰ্ম্মের বিপদ ঘোর, এক পদে র্কাপে সৰ্ব্বক্ষণ ॥ যার যাহ। মনে ধরে, সেই জন তাহা করে, নিবারণ করিতে কে পারে । এমন সময়ে কলি, হয়ে অতি কুতুহলী, লোভপ্রতি কহে বারেই শুনহ ওহে লোভ, কেন আর রাখ ক্ষোভ, রাগ রুটি সঙ্গে সজ্জা করি । যাও২ বঙ্গ ভূমে, প্রবেশি আপনজ্বমে, শাসন করগে রাজ্যভরি। আগে গিয়: দ্বিজগণে, অধীন ফর নুতনে, যেন তারা বেদধৰ্ম্ম ছাড়ি। ভুঞ্জে ভোগ অবিরত, মদ্যমাংসে ভয়ে রত, সকলেতে হয় স্বেচ্ছাচারী ॥ ত হইলে আন সবে, ধৰ্ম্মশীল কেবা রবে, সকলে পড়িয়ে দেখা দেখি। মোহের হইবে জম, বিবেক পাইঘে ক্ষয়,ধৰ্ম্মের পড়িবে ঠেক ঠেকি । এইকপ আজ্ঞ পেয়ে, লোভ তবে চলে ধেয়ে, প্রথমতঃ কলেজ ইস্কুলে যত ছিল ছাত্ৰগণ,সকলে করি যতন,জলাঞ্জলিদেওয়াইল কুলে। সবে বলে হুট২, বিনা ত্ৰাণ্ডি বিস্কুটু, কুট্‌মুট্‌ কেন খেয়ে মরি । বেদের বাধিত হয়ে, মিছা দিন যায় বয়ে, জাতি লয়ে থাকিয়া কি করি ॥ সেম২ একি নাট, যতেক মুখের হাট, স্থানেই যুটেছে সকল । অবিবেক মদে মাতি, রচিয়াছে নানাজাতি, শুনে