পাতা:কলিযুগ (চন্দ্রশেখর সেন).djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

● কলিযুগ । শিদ, শুক, নারদাদির হ’ল কি দুৰ্ম্মতি ? ত্যজিয়ে সব আর্য্যসুতে স্নেচ্ছের সঙ্গে প্রীতি । যোগী যাজ্ঞবল্ক্য, জনক কি হবে হে গতি ? তোমরা থাকতে অন্ধট এসে পড়ায় মোদের শ্রীতি। ফিরিঙ্গির মুখে বেদের বচন শুনে হাসি পায় ! ধিক্ ধিক । শতধিক ! মরি গো লজ্জায় ! অদ্ভূত-রহস্য যেমন বানরে গায় গান, , বোবার কথা শুনে ব্যথা পায় কালা দিয়ে কাণ । বৈষ্ণবকে ভাই বলিবে দুর্দান্ত খ্ৰীষ্টান, ब्रश्लि འག ভেদাভেদ হিন্দু-মুসলমান । আস্তিক নাস্তিক সব এক লাঙ্গলে বয় ইহা হ’তে আশ্চর্য্য বল কিবা হয় ? শাক্য, ঈশ, চৈতন্যাদি যাহা না পারিল। তাহা সম্পাদিতে অt'জ বাভাস্কি আইল ॥ *

  • এ সকল কথ। এখনও অনেক বিশ্বপিদ্যালয়ের উপাধিধারীর মুখেও শুনিতে পাওয়া যায় । অবশু এ শ্রেণীর লোক আসল কথার কোন থেtঞ্জ-খবর রাখেন না, রাখিতেও চাহেন না, আত্মার-কল্যাণ-চিস্তু কথন করেন না, করিবার শক্তিও নাই ; কেবলমাত্র অতিপ্রিয় ছিদ্রানুসন্ধান-প্রবৃত্তি চরিতথি করাই তাহদের উদ্দেশ্য । ইহাতে সস্তায় যেটুকু আমোদ সম্ভোগ করেন তাছাই লাভ . এরূপ প্ৰলাপ গোটা কতক অসার অবাস্তুর ভাসা-ভাসা কথার উপরেই বেশ চলে। বর্তমান লেখক ও একদিন ঐ দলে মিশিয়াছিলেন ।