পাতা:কলিযুগ (চন্দ্রশেখর সেন).djvu/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিযুগ মূখ-পুত্ৰ দুৰ্য্যোধন মোর ক’রেছিল পণ ;-- বিনাযুদ্ধে কিছু নাহি দিব । সেই বর্বর্বরের দোষে কিছু না রহিল শেষে ; হ’তে হ’ল মোরে ভিখারিণী কুপুত্রের বার-বার সছি” কত অত্যাচার হ’য়েছি পথের কাঙ্গালিনী । কুপুত্র যদ্যপি হয়, কুমাতা কখন নয় ; তাই বাছা বলি শতবার? বিশ্বতত্ত্ব-দরশন কর সবে অধ্যয়ন, ঘুচে যা'বে সব অন্ধকার । ভাস্কির গ্রন্থ কয় খান প’ড়ে যদি হয় জ্ঞান তা’ হ’লে আর ভাবনা কি ছিল ? আমার কোলেতে বসি’ গ্রন্থ কত রাশি রাশি কি জন্যে সুপুতের রচিল ?