পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/১৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বল্লালসেন সম্বন্ধে একটা ভ্রমের প্রতিবাদ। ১৬৩ ব্রাহ্মণ আনাইয়াছিলেন, তৎকালে কান্যকুজে ক্ষত্রিয় রাজা থাকিলে কোন মতেই আদিশূরের অভীষ্ট সিদ্ধি হইত না। বল্লালসেন কেবল আদিশূরের আনীত পাঁচ জন ব্রাহ্মণেরই কৌলীন্য প্রথার স্বষ্টি করিয়াছিলেন এমন নহে, তাহার সময়ে আদিশূরের আনীত এবং বঙ্গদেশবাসী সপ্তশতী ব্রাহ্মণদের বংশ বৃদ্ধি হইয়া বঙ্গদেশ ব্রাহ্মণে আচ্ছন্ন হইয়াছিল (২৭ ) বল্লাল সেন ঐ সমস্ত ব্রাহ্মণের বিবাদ নিম্পত্তির জন্যই তাহদের কুল প্রথার স্বষ্টি করিয়াছিলেন এবং ঐ সমস্ত ব্রাহ্মণের মধ্যে আদিশূরের আনীত পাঁচ জন ও সপ্তশতীর মধ্যে সপ্তগ্রামীব্রাহ্মণের সন্তানদিগকেই তিনি কুলীনত্ব প্রদান করেন (২৮) বিশেষতঃ আদিশূরের আনীত পাচ জন ব্রাহ্মণের সন্তানেরা ও যে সংখ্যায় অধিক হইয়াছিলেন,তাহাও অসন্ত নহে ; কারণ,চন্দ্রমুখীর ব্রত সাঙ্গ করিয়া তাহার কান্যকুব জে উপনীত হইলে তদেশীয় ব্রাহ্মণরা তাহাদিগকে পতিত বলিয়া গ্রহণ না করায় উক্ত ব্রাহ্মণের প্রত্যেকে পরিবার সহ পুনরায় বঙ্গদেশে আসিয়াছিলেন (২৯ ) । পাঠক ! বিবেচনা করুন প্রত্যেকের পরিবারে তৎকালে তাহার। পঞ্চাশ জনও হইতে পারেন । অতএব পঞ্চাশ জন মনুষ্য হইতে একশত বৎসরে অধিক লোক হওয়া অসম্ভব কি ? আদিশূরের আনীত ব্রাহ্মণের যে সপ্তশতী ব্রাহ্মণদের কন্যাদিগকে (৩০ ) বিবাহ করিয়া ক্রমে ক্রমে তাহদের সহিত মিশিয়া গিয়াছিলেন, বোধ করি ইছাই উক্ত ব্রাহ্মণদের সংখ্যা বৃদ্ধি ও বিবা, দের কারণ । ( ২৭ ) রাজ্যং শাসতি বল্লালে বহুসংখ্যবলাবৃতে । बक्र१ॉन: नमt८द्राद्यैश्ब्रांव्हव: cशौक्लभ७ञ १ ॥ বল্লাল সেনোপাখ্যান, লঘুভারত । ( २v ) षांनौ९ न ४* ठौ ८१ोtठी बांकभी न|१ शूनांठनौ । তেষাং সপ্তগ্রামিবিপ্রাঃ কুলীনাক্সগুবংস্তঙ্গ । বল্লাল সেনোপাখ্যান, লঘুভারত। (২৯ ) ভতঃ পঞ্চ বিপ্রাঃ পরিবারযুক্ত; मभब्रांउरुखः शूनदर्भोप्लब्रांजाः । পঞ্চধিপ্র সমমাচার, * ( ৩০ ) নিীক্ষ্যৈশ গুণাংস্তেষাং সৰ্ব্বে সপ্তশতী দ্বিজাঃ । প্রদাতুং পঞ্চ বিপ্রেভাঃ কন্যাং ব্যগ্ৰহদোহভবন, । কালে তেষাং স্বতা জাতীঃ স্থিতাচ্চ বঙ্গমগুলে। পশ্চাং দপ্তশতী গোt fএমধ্যে নি েপিতা। পঞ্চাশগ্র সমাচার, লঘুভাৱত ।