পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৪৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন । SV)を লইয়া যাইয়া সৎকার করা অপেক্ষ কবর দেওয়া সহস্র গুণে ভাল । তাছ করিলে আমরা চাদ দিয়া একখান শ্বাড়ি ও দুইটা গোরু এবং কবর স্থানের জন্য কিঞ্চিৎ জমী খরিদ করিয়া দিতে প্রস্তুত আছি । এরূপ মৃতশরীর বহন জন্য কাহাকে আর কষ্ট পাইতে হইবে না এবং আমরাও বিনা আহবানে মুক্তবহ গাড়ীর পশ্চাৎ পশ্চাৎ সাহেবদের মত দুঃখ করিতে করিতে গোরস্থান পৰ্য্যন্ত যাইয়া কবর দেওয়া দেখিয়া আসিতে পারিব । কেন আমরা কি গোরস্থানে যাই না ? না, গোরস্থানে যাওয়া আমাদের অভ্যাস নাই ? সে দিনও চ্যাম্বারলেন সাহেবের মৃত্যু হইলে গিয়াছিলাম এবং শোক প্রকাশের চিহ্ল স্বরূপ তিন দিন তিন রাত্রি কাল বনাত ছেড়া হাতে বেধেছিলাম। অতএব তোমরা সকলে একমত হুইয়া যাহাতে বাঙ্গালীদিগের গোর দেবার ব্যবস্থা হয় তৎপক্ষে যত্নবান হও । * ইহার পর শববহনকারীরা আবার হরিধ্বনি দিয়া মৃতদেহ স্বন্ধে উঠাইয়। লইয়া ভাগীরথীতীরাভিমুখে চলিলেন । দেবতারাও দুঃখ করিতে করিতে বাসায় আসিলেন । বাসায় আসিয়া সকলে অtহারাদি করিয়া কিঞ্চিৎ বিশ্রাম করেন এবং অপরাহ্লে আবার নগর ভ্রমণে বহির্গত হন। কিছু দূর যাইলে বরুণ কহিলেন “ পিতামহ ! সম্মুখে ঐ যে ধ্বংসাবশিষ্ট অত্যন্ত্রমাত্র অট্টালিকা দেখিতেছেন, ঐ স্থানে নবাবের প্রাসাদ ছিল । ওদিকে দেখুন মুঙ্গের জেল । উপ। ঠাকুর কাকা, চল না আমরা জেলে যাই । নারা । তোমার যেরূপ প্রখর বৃদ্ধি, তোমার ভাগো জেলে যাওয়া ঘটবে। বরুণ। ও বলে কি ? নারা । জেল দেখবে। বরুণ । নারে পৈতা ছিড়ে দেবে। ব্ৰহ্মা । বরুণ ! পৈতা ছিড়ে দেবে কি ? বরুণ। এক সময় মুঙ্গের জেলে এক জন সিভিল সার্জন দুই জন পাচক ব্রাহ্মণের পৈতা ছিড়ে দিয়াছিলেন । এই পৈতা ছেড়ায় জেলের মধ্যে মহাগোলযোগ উপস্থিত হুইবার উদ্যোগ হয়। জুই জন বৃদ্ধ কয়েদী ২। ৩ দিন উপবাস করিয়াছিল । ( & S )