পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৬১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

や)● কল্পদ্রুম। ব্ৰহ্ম ৷ য়্যা বল কি ? বরুণ ! আমাকে একটা কিনে দেও না ? মঙ্গল বুড় হওয়ায় আর ত তেমন দুদ দিতে পারে না, একটা ভাগলপুরে গাই স্বর্গে নিয়ে যাই। - বরুণু । কিনে দিতে পারি কিন্তু নিয়ে যাবেন কেমন করে ? কলিকাত পৰ্য্যন্ত সঙ্গে করে নিয়ে যাওয়া ত সহজ ব্যাপার নহে। যাহা হউক, আমি আপনাকে অন্য এক সময়ে একটী গোরু কিনিয়া দিয়া আসিব । দেবগণ বাসায় আসিয়া আহারাদি করিয়! মাজিষ্ট্রেট জজ এবং কমিশনরের আফিস দেখিয়া গবর্ণমেণ্ট বিদ্যালয়ের নিকটে যাইয়া উপস্থিত হইলে বরুণ কহিলেন “ এই ভাগলপুর গবর্ণমেণ্ট বিদ্যালয় । এ গৃহটী আদালত সমূহের গৃহ গুলি অপেক্ষ মুন্দর। ইন্দ্র। বরুণ প্রত্যেক স্থানেই একটী না একটী বিদ্যালয় দেখিলাম। কিন্তু আমার আশঙ্কা হচ্চে এই সব ৰালক বিদ্যালয় পরিত্যাগ করিয়া কৰ্ম্ম কাজ কোথায় পাবে । বরুণ । ইহার মধ্যে তোমার আশঙ্কা হইল ? কলিকাতায় গিয়া দেখবে বিদ্যালয়ে বালক দিগের গাদি লেগেছে। ইহাদের জন্য তোমার আশঙ্কা করিবার কোন প্রয়োজন নাই ; বিধতা অবশ্যই একটা না একটা উপায় করিয়া দেবেন। অভাব পক্ষে ইহারা ইংরাজি কথা বলতে বলতে ঘাস কেটে এনেও করে খেতে পারবে । কিছু দূরে যাইয়া তাহারা দেখেন একটা গ্রাম প্রাচীর দ্বারা বেষ্টন করা রহিয়াছে। নারায়ণ কহিলেন “ বরুণ ! সযুগে দেখা যাচ্চে ঐ প্রাচীর বেষ্টিত স্থানটা কি ? ” - বরুণ। ভাগলপুরের সেন্টাল জেল । ইহা একট প্রকাও অট্টালিকা। জেলখানার মপ্যে প্রায় এক শত বিঘা জমি আছে । জেল মধ্যে অনেক কয়েদী থাটিতেছে এবং তাহাদের দ্বারা কলে কম্বল প্রস্তুত হইতেছে। এই সময় দেবগণ দেখেন দূরে অনেকগুলি লোক একত্র হইয়া গোলযোগ করিতেছে। র্তাহার গোলযোগের কারণ অনুসন্ধানে যাইয়া দেখেন একটা কুৎসিত যুবার সহিত একট পরম সুন্দরী স্ত্রী দাড়াইয় আছে। शूदडौब्र नर्विीtत्र वर्षीडब्र१, १i८बद्र ब्र२ दशगथा निञ्च भूप्लेग्रां दाश्वि হইতেছে। দেখিলে বোধ হয় মুন্দৰী কোন উচ্চবংশ সস্তুত। কারণ লোকের