পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/২১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী। ১৭৩ মনোবৃত্তি প্রাপ্ত হইয়া ভূমিষ্ঠ হয়। পুণ্ডরীকের জন্মকালে লক্ষ্মী রিপুপরতন্ত্র হইয়াছিলেন, সুতরাং পুণ্ডরীক যে, রিপুকর্তৃক আক্রান্ত হইয়া অকালে কালগ্রাসে পতিত হইয়াছেন ইহা আশ্চৰ্য্য নহে । শাস্ত্রকারের কঙ্গেন, কারণের গুণ কার্য্যে সংক্রামিত হয় । কিন্তু শাপাবসানে ইহার দীর্ঘ পরমায়ু হইবেক । আমি পুনর্বার জিজ্ঞাসা করিলাম ভগব ! কিরূপে আমি দীর্ঘ পরমায়ু প্রাপ্ত হইব তাহার উপায় বলিয়া দেন। তিনি কহিলেন ইহার পর ক্রমে ক্রমে সমুদায় জানিতে পারিবে । ২৬