পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/২৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

कांग्क्झर्द्धी و اج ভূতভাবন ভগবান্‌......অবতীর্ণ হইলেন—অনুপ্রাস অলঙ্কারের দৃষ্টান্ত। পিপাসা শাস্তি হইল—আমরা মনে করিতেছি, ‘পিপাসা শান্ত হইল অথবা ‘পিপাসার শাস্তি হইল লেখা উচিত ছিল ; কিন্তু তারাশঙ্কর ঠিকই লিখিয়াছেন,—"লাভ হয়’, ‘গ্রহণ করে’, ‘পাত করা এইগুলি বাঙ্গালার ক্রিয়াপদ ; এইগুলিকে ক্রিয়াপদ ধরিয়া লইলে বিতক্তি-বী সমাস-ঘটিত গোলযোগ উপস্থিত হয় না ; পাচ টাকালাভ হইল বা পাচ টাকার লাভ হইল, জন্মগ্রহণ করেন বা জন্ম-গ্রহণ করেন, দৃষ্টিপাত কর বা দৃষ্টির পাত কর ইত্যাদি না লিখিয়া দৃষ্টি পাত কর প্রভৃতি রূপ লেখাই ভাল ; তারাশঙ্কর গ্রন্থের আদ্যোপান্ত এই শেষোক্ত রূপই ব্যবহার করিয়াছেন, এই প্রয়োগগুলি বিশেষ প্রণিধান যোগ্য । ১৬ এলা—এলাচ । কিংশুক-পলাশ। সহকার—সদগন্ধবিশিষ্ট আম্র বৃক্ষ। .প্ৰজলিত-বাণান লক্ষণীয়। মৃগকদম্ব-মৃগসমূহ ; কদম্ব= সুমূহ, যুথ। নীবার—তৃণধান্ত, উড়িধান ; ইহা বিন-চাষে আপনি আপনি জন্মাইত বলিয়া মুনিঋষিদিগের প্রধান আহাৰ্য্য ছিল। ১৭ ত্ৰিবলি—ত্ৰিবলী-ললাট, কণ্ঠ, উদর প্রভৃতি স্থানে চৰ্ম্মের উপর যে তিনটি খাজ পড়ে ; সমাহার দ্বিগু । রোম-লোম, রোরা। বৈর—শত্রুতা; বৈরী=বিপক্ষ, শক্র । মাৎসৰ্য্য—পরঐকাতরতা ; মৎসর+ষ্ণ্য। শিখাকলাপ-শিখাসমূহ ; কলাপ=সমূহ ; ময়ূরপুচ্ছ। স্তন-স্তন্য হইবে। বৃক—নেকৃড়ে বাঘ ; জঠরস্থ অগ্নি, যাহার দ্বারা ভুক্ত বস্ত জীর্ণ হয় ; মধ্যম পাণ্ডব ভীমসেনকে বৃকোদর বলা হইত নেকৃড়ে বাঘের মত র্তাহার উদর ছিল ৰলিয়া নয়,—