পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/২৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫిes কাদম্বরী ব্যবহৃত হয়, যেমন, ভস্মসাৎ, ভূমিসাৎ, আত্মসাৎ ইত্যাদি। চন্দ্রাপীড়— চন্দ্ৰ যাহার আপীড় (শিরোভূষণ)=শিব, মহাদেব । চুড়াকরণ— দ্বিজগণের দশবিধ সংস্কারের অন্ততম ; সাধারণতঃ শিশুর ১ম বা ৩য় বর্ষ বয়সে অনুষ্ঠিত হইত। ১২ ৩য় পরিচ্ছেদ সংক্রান্ত-প্রতিবিম্বিত, ব্যাপ্ত। ১ কল্পপাদপ—কল্পতরু—কল্পদ্রুম-কল্পবৃক্ষ—অভীষ্ট-ফলপ্রদায়ক বৃক্ষ ; এই গাছের কাছে যে যাহা চায় তাহাই নাকি পাইয়া থাকে। ২ কলা-নৃত্যগীতাদি চৌষটি বিদ্যা ; চন্দ্রের ষোড়শাংশ। আয়ুধ— অস্ত্রশস্ত্র, প্রহরণ ; ধনু । আচাৰ্য্য-বেদাধ্যাপক, শিক্ষাগুরু ; আচাৰ্য্যা = শিক্ষাদাত্রী ; আচাৰ্য্যানী=আচাৰ্য্যপত্নী, গুরুপত্নী, ণত্ব না হইবার বিশেষ সুত্র আছে । ৩ বল্লা-লাগাম। উন্নয়নের সময়-যখন মুখ তুলিয়া রাখে ; উন্নমন =উত্তোলন, উত্থাপন। জলনিধি—সমুদ্র । ৪ সাক্ষাৎকার-প্রত্যক্ষকরণ, দেখা করা, বিশেষ্য ; সাক্ষাৎ=সহঅক্ষ (অক্ষি)-অৎ ( গমন করা )+কিপ, অব্যয়, প্রত্যক্ষ, সন্মুখ, মূৰ্ত্তিমান ; বাঙ্গালায় সাক্ষাৎ দর্শন বা দেখা করা অর্থে ব্যবহৃত হইতেছে, কিন্তু এই অর্থে সংস্কৃত ব্যাকরণানুসারে ‘সাক্ষাৎকার’ ব্যবহার করাই উচিত, গতকল্য র্তাহার সহিত সাক্ষাৎ হইয়াছিল' না লিখিয়া ‘গতকল্য........ সাক্ষাৎকার হইয়াছিল’ লেখা ভাল । বন্দিগণ-বন্দিন শৰ ; ভাটেরা, যাহার রাজাদের গুণকীৰ্ত্তন করিত, বৃন্দ্রনাকারী, বৈতালিক। প্রবন্ধে–ছলো, পূৰ্ব্বাপর-সঙ্গতিক্রমে। ৫ :