পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী । SNరి রাজা অন্তঃপুর হইতে বহির্গত হইলে বিলাসবতী প্রবোধবাক্যে কিঞ্চিৎ শান্ত হইয়া স্নান ভোজনাদি সমাপন করিলেন । যে সকল আভরণ ফেলিয়া দিয়াছিলেন তাহা পুনৰ্ব্বার অঙ্গে ধারণ করিলেন। তদবধি দেবতার আরাধনা, ব্রাহ্মণের সেবা ও গুরুজনের পরিচর্য্যায় অতিশর অনুরক্ত হইলেন। দৈব কৰ্ম্মে অনুরক্ত হইয়া চণ্ডিকার গৃহে প্রতিদিন ধূপ, গুগগুল প্রভৃতি সুগন্ধ দ্রব্যের গন্ধ বিস্তার করেন। দিবস বিশেষে তথায় কুশাসনে শয়ন করিয়া থাকেন। প্রতি দিন প্রাতঃকালে ব্রাহ্মণদিগকে স্বর্ণপাত্র দান করেন। কৃষ্ণপক্ষীয় চতুর্দশী রজনীতে চতুষ্পথে দেবতাদিগকে বলি উপহার দেন। অশ্বখ প্রভৃতি বনস্পতিদিগকে প্রদক্ষিণ করেন। ষোড়শোপচারে ষষ্ঠদেবীর পূজা দেন। ফলতঃ যে যেরূপ ব্রতের অনুষ্ঠান করিতে কহে, অতিশয় ক্লেশসাধ্য হইলেও, অপত্যতৃষ্ণায় উহার অনুষ্ঠান করেন, কিছুতেই পর্যন্মুখ হয়েন না। গণক অথবা সিদ্ধ পুরুষ দেখিলে সমাদরপূর্বক সন্তানের গণনা করান। রাত্রিতে যে সকল স্বপ্ন দেখেন প্রভাতে পুরন্ধীদিগকে তাহার ফলাফল জিজ্ঞাসা করেন । ৫ এইরূপে কিছু দিন অতীত হইলে, একদা রাত্রিশেষে রাজ স্বপ্নে দেখিলেন বিলাসবতী সৌধশিখরে শয়ন করিয়া আছেন, তাহার মুখমণ্ডলে পূর্ণচন্দ্র প্রবেশ করিতেছে। স্বপ্নদর্শনানন্তর অমনি জাগরিত হইয়া শীঘ্ৰ শয্যা হইতে উঠিলেন। অনস্তর শুকনাসকে আহ্বান করিয়া তাহার সাক্ষাতে স্বল্পবৃত্তান্ত বর্ণন করিলেন। শুকনাস শুনিয়া অতিশয় আহিলাদিত হইলেন ও প্রীতিপ্রফুল্লবদনে কহিলেন মহারাজ ! বুঝি অনেক কালের পর