পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী । ཕུ> ཀཻ་ পুরন্ধীবর্গ কেহ বা ষষ্ঠদেবীর পূজা করিতেছে, কেহ বা মাতৃকাগণের বিচিত্র মূৰ্ত্তি চিত্রপটে লিখিতেছে। ব্রাহ্মণের মন্ত্র পাঠপূৰ্ব্বক স্বতিকাগৃহের অভ্যন্তরে শান্তিজল নিক্ষেপ করিতেছেন। পুরোচিতের নারায়ণের সহস্ৰ নাম পাঠ করিয়া শুভ স্বস্ত্যয়ন করিতেছেন। রাজা জল ও অনল স্পর্শপূৰ্ব্বক স্থতিকাগৃহের অভ্যন্তরে প্রবেশ করিলেন। দেখিলেন রাজকুমার মহিষীর অঙ্কে শয়ন করিয়া স্থতিকাগৃহ উজ্জল করিয়া রহিয়াছেন। দেহপ্রভার দীপ প্রভা তিরোহিত হইয়াছে । এরূপ অঙ্গসৌষ্ঠব ও রূপলাবণ্য যে, হঠাৎ দেখিলে বোধ হয় যেন, সাক্ষাৎ কুমার রাজকুমাররূপে অবতীর্ণ হইয়াছেন। রাজা নিমেষশূন্তলোচনে বারম্বার দেখিতে লাগিলেন, কিন্তু অন্তঃকরণ তৃপ্ত হইল না। যত বার দেখেন অদৃষ্টপূৰ্ব্ব ও অভিনব বোধ হয়। সম্পূহ ও গ্রীতিবিম্ফারিত নেত্র দ্বারা পুনঃ পুনঃ অবলোকন করিয়া নব নব আনন্দ অনুভব করিতে লাগিলেন এবং আপনাকে চরিতার্থ ও পরমসৌভাগ্যশালী জ্ঞান করিলেন। শুকনাস সতর্কতাপূর্বক বিস্ময়বিকসিতনয়নে রাজকুমারের অঙ্গ প্রত্যঙ্গ বিলক্ষণরূপে পরীক্ষা করিয়া কহিলেন মহারাজ ! দেখুন কুমারের অঙ্গে চক্রবর্তী ভূপতির লক্ষণ সকল লক্ষিত হইতেছে। করতলে শঙ্খচক্ররেখা, চরণতলে পতাকারেখা, প্রশস্ত ললাট, দীর্ঘ লোচন, উন্নত নাসিকা, লোহিত অধর, এই সকল চিহ্ন দ্বারা মহাপুরুষলক্ষণ প্রকাশ পাইতেছে। ১১ মন্ত্রী রাজকুমারের এইরূপ রূপ বর্ণনা করিতেছেন এমন সময়ে, মঙ্গলকনামা এক পুরুষ প্রবেশিয়া রাজাকে নমস্কার করিল ও হৰ্ষোৎফুল্ললোচনে কহিল মহারাজ ! মনোরমার গর্ভে শুকনাসের