পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/১৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈতরণী অশ্রস্রোতে স্ফীত হয়ে’ বহে বৈতরণী, চৌদিকে চাপিয়া আছে আঁধার রজনী । পূর্ব তার হতে হুহু আসিছে নিশ্বাস, যাত্রী লয়ে’ পশ্চিমেতে চলেছে তরণী । মাঝে মাঝে দেখা দেয় বিদ্যুৎ বিকাশ, কেহ কারে নাহি চেনে বসে নত শিরে । গলে ছিল বিদায়ের অশ্র-কণা-হার ছিন্ন হয়ে একে একে ঝরে পড়ে নীরে । ওই বুঝি দেখা যায় ছায়া পরপার, অন্ধকারে মিটি মিটি তারা-দীপ জ্বলে । হোপায় কি বিস্মরণ, নিঃস্বপ্ন নিদ্রার শয়ন রচিয়া দিবে ঝরা ফুলদলে । অথবা অকুলে শুধু অনন্ত রজনী ভেসে চলে কর্ণধারবিহীন তরণী । >8ミ