পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/১৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিজনে অামারে ডেকো না আজি, এ নহে সময়, একাকা রয়েছি হেথা গভীর বিজন, রুধিয়া রেখেছি আমি অশান্ত হৃদয়, দুরন্ত হৃদয় মোর করিব শাসন । মানবের মাঝে গেলে এ যে ছাড়া পায়, সহস্রের কোলাহলে হয় পথহারা, _ লুব্ধ মুষ্টি যাহা পায় তাকড়িতে চায়, চিরদিন চিররাত্ৰি কেঁদে কেঁদে সারা । ভৎসনা করিব তা’রে বিজনে বিরলে একটুকু ঘুমাক সে কাদিয়া কঁাদিয়া, শ্যামল বিপুল কোলে আকাশ-অঞ্চলে প্রকৃতি জননা তারে রাখুন বাধিয়া । শান্ত স্নেহকোলে বসে’ শিখুক সে স্নেহ, আমারে আজিকে তোরা ডাকিসনে কেহ ஒ >ぐ○