পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/১৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কড়ি ও কোমল চরাচর মগ্ন আছে নিশিদিন আশার স্বপনে— বাশি শুনি চলিয়াছে, সে কি হায় বৃথা অভিসার ? বোলো না সকলি স্বপ্ন, সকলি এ মায়ার চলন, বিশ্ব যদি স্বপ্ন দেখে সে স্বপন কাহার স্বপন ? সে কি এই প্রাণহীন প্রেমহীন অন্ধ অন্ধকার ? ( 8 ) ধ্বনি খুজে প্রতিধ্বনি, প্রাণ খুজে মরে প্রতিপ্রাণ । জগৎ আপনা দিয়ে খুজিছে তাহার প্রতিদান । অসীমে উঠিছে প্রেম, শুধিবারে অসীমের ঋণ— যত দেয় তত পায়, কিছুতে না হয় অবসান । যত ফুল দেয় ধরা তত ফুল পায় প্রতিদিন । যত প্রাণ ফুটাইছে ততই বাড়িয় উঠে প্রাণ । যাহা অাছে তাই দিয়ে ধনী হয়ে উঠে দানহান, অসীমে জগতে এ কি পিরীতির আদানপ্রদান । কাহারে পুজিছে ধরা শ্যামল যৌবন উপহারে, নিমেষে নিমেষে তাই ফিরে পায় নবীন মোবন । প্রেমে টেনে আনে প্রেম, সে প্রেমের পাথর কোথারে ? প্রাণ দিলে প্রাণ আসে,—কোথা সেই অনন্ত জীবন ? ক্ষুদ্র আপনারে দিলে, কোথা পাই অসীম আপিন, সে কি ওই প্রাণহীন প্রেমহীন অন্ধ অন্ধকারে ! > ど ど