পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/১৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যথা দিয়ে কবে কথা কয়েছিলে পড়ে না মনে, দূরে থেকে কবে ফিরে গিয়েছিলে নাই স্মরণে । শুধু মনে পড়ে হাসি মুখখানি, লাজে বাধ’-বাধ’ সোহাগের বাণী, মনে পড়ে সেই হৃদয়-উছাস নয়ন-কুলে । তুমি যে ভুলেছ ভুলে গেছি, তাই এসেছি ভুলে’ । কাননের ফুল, এরা ত ভোলেনি, আমরা ভুলি ? সেই ত ফুটেছে পাতায় পাতায় কামিনী গুলি । চাপা কোথা হ’তে এনেছে ধরিয়া অরুণ-কিরণ কোমল করিয়া, বকুল ঝরিয়া মরিবারে চায় কাহার চুলে ? কেহ ভোলে, কেউ ভোলে না যে, তাই এসেছি ভুলে’ ! >しア 8