পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/২৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পুরুষের উক্তি মনে হয় এ কি সব ফাকি, এই বুঝি, আর কিছু নাই ! অথবা যে রতু তরে এসেছিলু আশা করে’ অনেক লইতে গিয়ে তারাইলু তাই । সুখের কাননতলে বসি’ হৃদয়ের মাঝারে বেদন:. নিরখি কোলের কাছে মৃৎপিণ্ড পড়িয়া আছে, দেবতারে ভেঙে ভেঙে করেছি খেলনা । এরি মাঝে ক্লান্তি কেন তাসে, উঠিবারে করি প্রাণপণ, হাসিতে আসে না হাসি, বাজাতে বাজে না বঁশি, সরমে তুলিতে নারি নয়নে নয়ন । কেন তুমি মৃত্তি হয়ে এলে, রহিলে না ধ্যান-ধারণার । সেই মায়া-উপবন কোথা হ’ল আদর্শন, কেন হায় বাঁপ দিতে শুকাল পাথার । ૨૭૭