পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৩০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অপেক্ষ সকল বেল। কাঢ়িয়া গেল বিকাল নাহি যায় । দিনের শেষে শ্রান্ত ছবি কিছুতে যেতে চায় না রবি, চাহিয়৷ থাকে ধরণীপানে বিদায় নাহি চায় । মেঘেতে দিন জড়ায়ে থাকে মিলায়ে থাকে মাঠে, পড়িয়া থাকে তরুর শিরে, কঁাপিতে থাকে নদীর নীরে, দাড়ায়ে থাকে, দীঘছায়া মেলিয়া ঘাটে বাটে । এখনে ঘুঘু ডাকিছে ডালে করুণ একতানে | অলস দুখে দার্স দিন ছিল সে বসে’ মিলনস্তান, এখনো তা’র বিরহ-গাথা বিরাম নাহি মানে । ૨ જ8