পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৩৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জান কি আমি এ পাপ-তাখি মেলি* গিয়েছিল মোর বিভোর বাসনা ওই মুখপানে ধেয়ে, তুমি কি তখন পেয়েছ জানিতে ? বিমল হৃদয়-আরশিখ নিতে চিহ্ন কিছু কি পড়েছিল এসে নিশ্বাস রেখা-ছায়া ? ধরার কুয়াশা স্নান করে যথা আকাশ-উষার কায়া । লজক্তা সহসা আসি তাকারণে বসনের মত রাঙা আবরণে চাহিয়াছিল কি ঢাকিতে তোমায় লুব্ধ নয়ন ত’তে ? মোহ-চঞ্চল সে লালসা মম কুমন্তবরণ ভ্রমরের সমা ফিরিতেছিল কি গুন গুন কেঁদে তোমার দৃষ্টিপথে ? আনিয়াছি ছুরি তীক্ষ দাপ্ত প্রভাত-রশ্মিসম ; ○S ど