পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদেশী ফুলের গুচ্ছ নাই যশ, নাই প্রেম, নাই অবসর ; পূর্ণ করে আছে এরা সকলেরি ঘর, সুখে তা’র হাসে খেলে, হুখের জীবন বলে’, আমার কপালে বিধি লিখিয়াছে তারেক অক্ষর । 8 কিন্তু নিরাশাও শান্ত হয়েছে এমন, যেমন বাতাস এই সলিল যেমন । মনে হয় মাথা খুয়ে এই খানে থাকি শুয়ে, কাদিয়া দুঃখের প্রাণ করে দিই অবসান যে দুঃখ বহিতে হবে, বহিয়াছি কত। আসিবে ঘুমের মত মরণের কোল, ধীরে ধীরে হিম হয়ে আসিবে কপোল । মুমূযু শ্রবণতলে মিশাইবে পলে পলে সাগরের অবিরাম একতান অন্তিম কল্লোল ।