পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/৩০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૭ পদাবলী । রাগিণী বিবিট—তাল আড়া। সমর করে ও কে রমণী। কুলবালা ত্রিভুবন মোহিনী ॥ ললাট নরন বৈশ্বানর, ব:ম বিধু বামেতর তরণি । মরকত মুকুর বিমল মুখমণ্ডল নুতন জলধর বরণী । শব শিব হৃদয় মন্দাকিনী রঞ্জিত ঢল ঢল উজ্জল ধরণী । তদুপরি যুগপদ, রাজিত কোকনদ, সুচারু নথর নিকর, স্বধ ধামিনী ॥ কলরতি কবিরঞ্জন করুণাময়ী করুণাংকুকু হরমোহিনী । গিরিবর কন্যে, নিখিল শঙ্কণ্যে, মম জীবনধন জননী ॥১২১ রাগিণী বেহাগ—তাল তিওট । শ্যামা বামা গুণধাম কামান্তক উরসী । বিহুরে বামা স্মরহরে ৷ তুরী কি আমুরী কি নাগা কি পন্নগী কি মাতুৰী । নামে মুকুতাফল বিলোর, পূর্ণচন্দ্র কোলে চকোর, সতত দোলন্ত থোর থোর, মন্দ মন্দ হুগলি । একি করে করা করে ধরে রণে পশি, তমুম্বীণ স্বনবীন বস্ত্রহীম। বোড়শী, নীলকমল দল জিভাগ্য, তড়িত জড়িত মধুর হাস্য, লজ্জিত। কুচ অপ্রকাশ্য, ভালে শিশু শশী । কত ছল কৃত কলা এ প্রবল চিত্তে বালি, রাম। নব্য ভস্থ্য অব্যাহত গামিনী রূপসী ।