পাতা:কামিনী কুসুম নাটক.djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Se কামিনী কুমম। জ্ঞানেন্দ্র । ভাই, মেয়েট কি লজ্জাশীল, আমাদেব সহিত কথা কহিল বটে, কিন্তু লজ্জায় যেন জড় সড় হযেছে। সতীশ । তা হ'ভেই পারে। এ ব্যসে স্ত্রীলোকের। প্রাষ এই রূপই হয়ে থাকে। . * হেম । ভা"যথার্থ বটে। কিন্তু আমার ভাই, বোধ হয়, ইহারই সঙ্গে সম্বন্ধ হ'যেছে। অপর বালিকা হ’লে ভাব মুখ এভ রক্তবর্ণ, শুস্ক হ’বে কেন ? তাই বোধ হয়, ইহার সহিত সম্বন্ধ হয়ে থাকবে। এমন নারী ত আমি কখন দেখি নাই। মাধুৰ্য্যে মাখ৮– wo কিরূপ মাধুৰী মরি ! সুন্দর গঠন ! হেরেছে কোথাকি কেহ হেন রূপবতী কতু এ জগতে । আহা ! কভু নাহি হেরি হেন নাসা স্বর্ণভিল,খেলিতেছে যাহে, ‘. . মরি, অতি মনোহব, মুকুতার কলি । কি ছার চপল হাসি সে স্মিত সকাশে । গোলাল গঠন কিবা ! বুঝুেছি বুঝেছি, . হেরি হেন উরুযুগ, অপদস্থ হবে * মৃত কদলীর শিব। হেরি কটিদেশ · বুঝি নিজীব ডমরু ! হেরি বুঝি এৰে নব-পয়োধব যুগ, অপমাম ভয়ে ' স্থলে, পলায়েছে জলে, পঙ্কজকোরক । স্ববক্তিম বিম্বফল হইলে স্বপন্ধ, গববেই ফেটে পড়ে ; কিন্তু কোথা বহে সে গরিমা তার ? ম’রে যায় মনোহ্-খ