পাতা:কামিনী কুসুম নাটক.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক। כא"ל বলে, বাবা কখন কখন আদর করিয়া বলিভেন “মা তোমার দশা যে কি হবে, কিছু জানি না।” বাব। আজ • কোথায় রহিলে-দেখ এসে, তোমার সেই মার আজ কি দশ, কি রূপে সুপাত্রে দিবে বড় ভাবনা ছিল । দেখ আজ তোমার আদরের নলিনী সুপাত্রে অপিত হইয়া জন্মেব মন্ত শ্বশুর বাড়ী চলিল । বিরহ কি ভয়ানক যন্ত্রণা! প্রিয়তম, হ্লোমাকে না দেখে যে তাব থাকৃতে পারি না । এাণ বড়ই ব্যাকুল হইতেছে । মন উতলা হইতেছে। প্ৰাণেশ্বৰ ! তোমায় কখন দেখিতে পাইব ? কখন তোমার সেই চরণ পূজা করিব ? ইচ্ছা হইভেছে একবার ছুটে গিয়া তোমায় দেখি । কোথায তুমি, হায়, আজ তিন দিন কেমন আছ, কে ভোগার,সেব। কারভেছে ? কে ভোমায় পিপাসায় জল দিতেছে, কে তোমার ক্ষুধার সময় তা হার দিতেছে ? রাপ রে প্রাণ যায়। o o গীভ । & গৌড় সারং--একতাল । নাথ হে প্রোণ যে দহিছে আমার । তোমার বিরহে না রহে দেহে এ ছার জীবন জার : ক’রে অনাথিনী, রেখে একাকিনী, . দশ্রণীরে ত্যজিলে অগজি এক্ট কিহে বিচার । নয়নের বারি, নয়নে নিবারি, অকুল পাথরে ভাসে অধিনী তোমার ॥ জাঃ-হে ভানু, অণুজ তুমি এত মলিন হ'লে কেন? আমার কষ্ট দেখে কি এরূপ বিষাদ ; অথবা মাfই তামূীর 钟 +. * o