পাতা:কিঞ্চিৎ জলযোগ!.djvu/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

" þ- কিঞ্চিৎ জলযোগ । জন আছে না কি ? ( ভয়ে কম্পমান ও ঘর হইতে বাহিরে গিয়া এক বারগুীয় উপস্থিত ) এখান দিয়ে কোথায় যাওয়া যায়, দেখা যাক। (পলাইবার পথ অন্বেষণ) এমন বিপদেও লোকে পড়ে গা ; হা কামিনি ! এইবার বুঝি— { পেৰুরামের প্রস্থান ) পূর্ণ ডাক্তার ও তার স্ত্রী বিধুমুখী ঘোষের প্রবেশ । বিধুমুখী। জ্বাজ ভাই যে কি বিপদে পড়ে ছিলাম, তা ঈশ্বপ্ন জানেন । দৈবাৎ কখন কেউ একটু মাতাল হল, তা নয় সওয়া যায়; কিন্তু ব্যাটারা এরূপ ঘোর পাপ পঙ্কে নিমগ্ন, সংসা রের ঘন মোহে আচ্ছন্ন, হৃদয় এরূপ শুষ্ক, ও পাপ তাপে অসাড় হুইয়া গ্যাছে, যে মদমত্ত হয়ে, আমাকে না নিয়েই স্বচ্ছন্দে পান্ধিটা নিয়ে উড়ে বেহারাগুণ চলে গেল।