পাতা:কিঞ্চিৎ জলযোগ!.djvu/৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথমাঙ্ক । Vo মকে মাপ করবেন, আমি পথ ভুলে—(তৎপরে ঘরের চতুর্দিক ভুবলোকন করিয়া কাছাকেও না দেখিতে পাওয়ায় স্বগত) এখানে যে কাকেও দেখছিনে ? বা! এ কোথায় এসে পড়লেম ? এ কেবল আমার বাড়িওয়ালার দোষে এই সব ঘটলো। সেই ব্যক্তি তাহার কন্যার বিবাহ উপলক্ষ্যে নাচ দ্যায়, সেই নাচে আমাকে নিমন্ত্রণ করেছিল; সে ব্যক্তির সহিত পাছে মনান্তর হয়, এই জন্য রেখানে গেলেম, না ছোলে, আমি বড় কোথাও যেতেটেতে ভাল বাসিনে। সেখানে গিয়েছি, না পড়ু বি তো পড়, একবারে সেই পাওনাদার ব্যাটার সম্মুখে গিয়ে পড়েছি! সে ব্যাটা আমার দিকে কট মট, করে । তাকাতে লাগুলো ! ওই যেমন তাকে দ্যাখ, আর অমৃনি সিঁড়ি দিয়ে তত্তড় কর্যে নিচে পিটান ! সে ব্যাটাও পিছনে পিছনে ছুটলো !