পাতা:কুলপীযূষ প্রবাহঃ.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

t" 8° 2' কৰ্ম্মণি মাৰ্য্যঞ্চানাৰ্যকর্মিং। সমুধার্ঘ্য বুৰীন্ধাত ন সমো মাসমাবিতি মনু বচনানুসারে যেমন উচ্চবর্ণ নীচ বর্ণাচার কৰ্ম্ম করণেতে ও তথ। নীচ বর্ণ উচ্চ বর্ণাচার করিলেও উচ্চ নীচ এবণ নীচোচ্চ বর্ণ কদাচ হইতে পারে না তেমনি কায়স্থগণও শুঢ়াচার করলে শুরু হইবেন না,তবে বিপরীতাচার করণেতে পাপ স্পশে মাত্র, তদনুবিধি কাৰ্য্য করিলে অবশ্যই নিৰ্ম্মল হইবেন শুধু হইবেন নাইতি মনু। প্রশু। আদিসুর রাজা যে পঞ্চ বুহ্মণ আনয়ন করিয়া ছিলেন তৎসঙ্গে শুশুষণার্থে যে পঞ্চ কায়স্থ আইসেন তাঁহার সেই সেই বুহ্মণের অতির্দিষ্ট পুরোহিত গোত্র প্রাপ্ত হই য়াছেন ইহা প্রমাণও লৌকিক সিদ্ধ বটে কি না। উত্তর । রাগে জ্ঞান হত ও হি^সায় বৃদ্ধি ভ্ৰ-শ হয় তাহ এই প্ৰশু দ্বারা যথার্থ প্রত্যক্ষ হইতেছে তৎ কারণ এই যে শাণ্ডিল্য গোত্র ভউ নারায়ণ ও ভরদ্বাজ গোত্র প্রহর্ষ ও সাবর্ণ গোত্র বেদগৰ্ভ ও বাৎস্য গোত্র ছান্দভূ ও কাশ্যপ গোত্র দক্ষ এই পঞ্চ মহাশয় বুহ্মণ তথা সেকালীন গোত্র মকরদ ঘোষ ও গোতম গোত্র দাশরথি বসু ও বিশ্বামিত্র গোত্র কালিদাস মিত্র ও ভরদ্বাজ গোত্র পুরুষোত্তম দত্ত ও দশরথ গুহ ইতি কায়স্থ পঞ্চ ইতোমধ্যে দেখুন এ উভয় গোত্রেই যখন প্রায় ঐক্য নাই তখন ঐ বুহ্মণদিগের অতিদিষ্ট গোত্রকায়স্থদিগের কি প্রকারে প্রাপ্ত হওয়া হইল ঐ বুাহ্মণদিগের যে গোত্র